সংক্ষিপ্ত
- রাজ্য়ের একাধিক স্কুলে ফি বৃদ্ধির অভিযোগ উঠছে
- এবার ফি কমানোর দাবিতে ডি পল্ স্কুলের অভিভাবকরা
- ৫০ শতাংশ ফি কমানোর দাবি জানিয়ে রাস্তা আটকালেন তাঁরা
- ঘটনাটি কলকাতার বাঁশদ্রোণী এলাকায় ঘটেছে
রাজ্য়ের একাধিক স্কুলে ফি বৃদ্ধির অভিযোগ উঠছে। একে দীর্ঘ লকডাউন, অধিকাংশ মানুষই রোজগারহীন কাটিয়েছে। তার উপর আবার ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে গাদাগুচ্ছের বেতন দেওয়ার চাপ। এই পরিস্থিতি যার দরুণ আগেই রাজ্য়ের স্কুলগুলিকে একটু সহানুভূতির সঙ্গে দেখতে বলেছেন। তবু একের পর স্কুল ঘিরে একই অভিযোগে রুখে দাড়িয়েছেন অভিভাবকরা। আর এবার বাঁশদ্রোণীর ডি পল্ স্কুলে ফি কমানোর দাবিতে পথ অবরোধ করল অভিভাবকরা।
আরও পড়ুন, ফের করোনার থাবা বিধান নগর উত্তর থানায়, আক্রান্ত ২ পুলিশ কর্মী
এবার বাঁশদ্রোণীর ডি পল্ স্কুলে ৫০ শতাংশ ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ফি কমানো দাবিতে টানা পথ অবরোধ করলেন।অভিভাবকদের দাবি, অনৈতিকভাবে এই ফি বৃদ্ধি করা হয়েছে। যখন রাজ্যের শিক্ষা মন্ত্রী প্রাইভেট স্কুল গুলি কাছে অনুরোধ রেখেছিলেন। নিম্নতম ফি নিয়ে করোনা মোকাবিলায় অভিভাবকদের পাশে দাঁড়াবার জন্য। তখন স্কুলের এই ধরনের ফি বৃদ্ধি অভিভাবকদের ওপরে মানসিক ও আর্থিক ভাবে চাপ বাড়াচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি লকডাউনের মধ্যে স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে দমদম সেন্ট মেরি এন্ড ডে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।স্কুল কর্তৃপক্ষ আচমকাই ১৬.৪ শতাংশ ফি বৃদ্ধি করা হয়। তারই প্রতিবাদে শুক্রবার অভিভাবকদের স্কুলের সামনে বিক্ষোভ করে করে অবরোধ করে। জানা গেছে শুক্রবার সকালে অভিবাবকরা স্কুলের প্রিন্সিপালের কাছে এই ফি বৃদ্ধি নিয়ে জিজ্ঞেস করেন। সেই সময় প্রিন্সিপাল তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর অভিভাবকরা পথ অবরোধ তুলে নেন।
আরও পড়ুন, করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার
করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি