সংক্ষিপ্ত

  • করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের সব পরীক্ষা সম্পূর্ণ হয়নি  
  •  যে পরীক্ষাগুলি নেওয়া হয়ে গিয়েছে সেগুলি দ্রুত দেখার নির্দেশ 
  •  ১০ থেকে ১২ দিনের মধ্যে  উত্তরপত্র দেখার কাজ শেষ করতে হবে  
  • রাজ্য়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে এই মর্মে পাঠানো হয়েছে নির্দেশিকা  

করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের সব পরীক্ষা সম্পূর্ণ হয়নি। এখনও বাকি রয়েছে ৩ টি পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে সেগুলি খুব তাড়াতাড়ি দেখা শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন, রাজ্যের সব আদালত বন্ধ ৩১ মে পর্যন্ত, ভিডিও কনফারেন্সে শুনানি চললেও কাজ হারিয়ে কষ্টে ক্লার্করা

জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে ১০ থেকে ১২ দিনের মধ্যে বাকি সব বিষয়গুলির উত্তরপত্র দেখার কাজ শেষ করতে হবে। রাজ্য়ের শিক্ষক-শিক্ষিকাদের এমনটাই নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি,  ইতিমধ্যেই খাতা দেখার ব্যাপারে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও উত্তরপত্র মূল্যায়নকারী শিক্ষক-শিক্ষিকাদের কাছে এই মর্মে নির্দেশিকাও দেওয়া হয়েছে। 

 

 

আরও পড়ুন, সোমবার থেকে শহরে চালু বেসরকারি বাস, দ্বিগুন ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় মালিকরাই

অপরদিকে,  খাতা দেখার জন্য ১০ থেকে ১২ দিন বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি নেওয়া হয়ে গিয়েছে সেগুলির দ্রুত মূল্যায়ন করে ফেলতে চায় সংসদ। তাহলে শিক্ষার্থীদের আর ভোগান্তির মুখে পড়তে হবে না। 

 

 আরও পড়ুন, করোনার থাবা কলকাতার পাইকারি ওষুধ বাজারেও, দোকান বন্ধে ওষুধ নিয়ে বড়সড় আশঙ্কা

 

 

 

কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

 বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর