সংক্ষিপ্ত
- এবার খুঁটি পুজো দিলেন সল্টলেক 'এই ব্লক'এর পুজো উদ্যোক্তারা
- 'ফোরাম ফর দূর্গোৎসব'-র বিধি মেনে এবারের পুজো হবে সেখানে
- বিগত বছরের বাজেটের ২৫ শতাংশ অর্থে এবার তাঁদের পুজোর বাজেট
- এখানের পুজোকে কলকাতার অন্যতম পুজো বলে দাবি মন্ত্রী সুজিত বসুর
ভয়ের পরিবেশের মধ্যে ভালোবাসাকে নিয়ে এবার থিম করছে সল্টলেক 'এই ব্লক' পার্ট ওয়ানের পুজো উদ্যোক্তারা। ফোরাম ফর দূর্গোৎসবের যাবতীয় বিধি নিষেধ মেনে এবারের পুজো করা হবে সেখানে। বিগত বছরের বাজেটের ২৫ শতাংশ অর্থে এবার পুজোর বাজেট সারবেন তারা। আর তারই শুভ সূচনা করতে রবিবার হল খুঁটি পুজো। 'এই ব্লক' পার্ট ওয়ানের পুজোকে কলকাতার অন্যতম সেরা পুজো বলে দাবি করলেন দমকল মন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে নিম্নচাপ, প্রবল বর্ষণে ভাসতে চলেছে বাংলা
করোনার পরিপ্রেক্ষিতে ভয়ের আবহাওয়া বিদ্যমান। আর এই আতঙ্কের পরিবেশের মধ্যে ভালোবাসাকেই এই বছরের পূজোর থিম করছে সল্টলেক 'এই ব্লক' পার্ট ওয়ান পুজো কমিটির উদ্যোক্তারা। তাই রবিাবর তাদের ৩৭ তম বর্ষের খুঁটি পূজার সূচনা হল। এই ব্লক পার্কে যেখানে উপস্থিত হন বিধান নগরের বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু।এই বছর খোলামেলা পরিবেশে পুজোর থিম করতে চান পুজোর উদ্যোক্তারা। মানুষ যাতে সামাজিক দূরত্ব মেনে মায়ের দর্শন করতে পারে। তার সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে। পুজো- প্রাঙ্গণে তার সঙ্গে আগত দর্শকদের স্য়ানিটাইজেসন করে থার্মাল গান দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানান পুজোর সম্পাদক সুপ্রিয় চক্রবর্তী। এর পাশাপাশি জানান তিনি ফোরাম ফর দূর্গোৎসবের যাবতীয় বিধি নিষেধ মেনে এবারের পুজো করা হবে। এবং বিগত বছরের বাজেটের ২৫ শতাংশ অর্থে তারা এবার পুজোর বাজেট সারবেন বলে জানান তিনি।
আরও পড়ুন, দিনে ৫০০০ মানুষের যাতায়াত, আতঙ্কে পাতিপুকুর মাছ বাজারে অ্যান্টিবডি টেস্ট রাজ্যের
দমকল মন্ত্রী সুজিত বসু তাঁদের পুজো নিয়ে জানিয়েছেন, 'এটা শুধু সল্টলেকে মধ্য়ে বড় পুজো নয়, এটা কলকাতার মধ্যেও অন্য়তম বড় পুজো। প্রতিবার আমাদের এই পুজো বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করে। এবং সেরা পুরষ্কার নিয়ে আসে।'
কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের
ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'