সংক্ষিপ্ত
- রাজ্য থেকে বন্ধ হতে পারে ১৭ জোড়া মেল-এক্সপ্রেস-প্যাসেঞ্জার ট্রেন
- রেল আধিকারিকদের বক্তব্য, লকডাউনে রেলের ক্ষতি বেড়েই চলেছে
- এই অবস্থায় রেলের আয়ের পথ হল পণ্য বাহী ট্রেন যথাযথ ভাবে চালানো
- তাই দেশের প্রায় ৭০টি দুরপাল্লার ট্রেন তুলে দেওয়ার পরিকল্পনা হয়েছে
লকডাউনের জেরে রাজ্য থেকে বন্ধ হতে পারে ১৭ জোড়া মেল-এক্সপ্রেস-প্যাসেঞ্জার ট্রেন। রেল আধিকারিকদের বক্তব্য রেলের ক্ষতির বহর প্রতিদিন বেড়েই চলেছে। লকডাউনের জেরে সেই ক্ষতি আরও বেড়েছে। এই অবস্থায় রেলের আয়ের একমাত্র পথ হল পণ্য বাহী ট্রেন যথাযথ ভাবে চালানো। তাই গোটা দেশের প্রায় ৭০টি দুরপাল্লার ট্রেন তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন, জন্ম তারিখ ভূল লিখে- চাকরি পেয়েও হারালেন কলকাতার যুবক, এসএসসিকে মানবিক হতে বলল হাইকোর্ট
পূর্ব রেলের আওতায় রয়েছে ৩৪টি ট্রেন। রেল বোর্ড এর প্রিন্সিপাল এগজিকিউটিভ ডিরেক্টরকে চিঠি দিয়ে পূর্ব রেল এরকমই ১৭ জোড়া ট্রেনের তালিকা পাঠিয়ে দিয়েছে। জুন মাসের ১৯ তারিখ চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ম্যানেজার কেএনচন্দ্র চিঠি পাঠিয়ে ১০ জোড়া মেল এক্সপ্রেস ও ৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেনের তালিকা পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে ফ্রেট বা পণ্যবাহী ট্রেনের গতি বাড়াতে এই সব ট্রেন বাতিল করে দেওয়া যেতে পারে।
আরও পড়ুন, করোনা আবহে উড়ানের সংখ্য়া কমছে কলকাতায়, বিপুল ক্ষতির মুখে একাধিক বিমান সংস্থা
অপরদিকে, পূর্ব রেলের আধিকারিক জানিয়েছেন, 'তালিকা পাঠানো হয়েছে। তবে যতক্ষণ না রেল মন্ত্রক আমাদের ট্রেন চালানো বন্ধ করতে বলছে ততক্ষণ বলা যাবে না এই সব ট্রেন বন্ধ হচ্ছে।' লকডাউনের ধাক্কায় যে সব এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেন পুরোপুরি বাতিল হতে পারে তার মধ্যে রয়েছে এই তুফান এক্সপ্রেস যা হাওড়া-শ্রীগঙ্গানগর এক্সপ্রেস নামে পরিচিত।
রাজ্য়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, ভ্য়াক্সিনের অপেক্ষায় বিশ্ব
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব
করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি