সংক্ষিপ্ত
- গার্ডেনরিচ, প্রগতি ময়দান থানার পর এবার করোনা কোপে বউবাজার থানা
- করোনা আক্রান্ত হয়ে বউবাজার থানার এক শীর্ষ আধিকারিক ভর্তি হাসপাতালে
- তাঁর সংস্পর্শে যারা এসেছে তাদেরকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে
- উল্লেখ্য়, বউবাজার থানার পাশেই রয়েছে হেয়ার স্ট্রিট থানা
গার্ডেনরিচ, প্রগতি ময়দান থানার পর এবার করোনা কোপে বউবাজার থানা। করোনা আক্রান্ত হয়ে বউবাজার থানার এক শীর্ষ আধিকারিক ভর্তি ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্য়েই তাঁর সংস্পর্শে যারা এসেছে যারা, তাদেরকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে৷
আরও পড়ুন, লকডাউন ভাঙার শাস্তি, রাজ্য়ের ৪০০০০ জনকে গ্রেফতার করল পুলিশ
প্রসঙ্গত, একের পর এক পুলিশ আধিকারিকের করোনা আক্রান্তের খবরে কার্যত চিন্তায় এবার প্রশাসন৷ বউবাজার থানার শীর্ষ আধিকারিকের নমুনা পরীক্ষার করোনা রিপোর্ট পজিটিভ আসতেই, বউবাজার থানা এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে৷ অপরদিকে শীর্ষ আধিকারিকের সংস্পর্শে কারা কারা এসেছিল তাদের তালিকা তৈরি হচ্ছে ৷ ইতিমধ্যেই তাঁর সংস্পর্শে আসা ওই থানার গাড়ির চালক, নিরাপত্তারক্ষী এবং সিভিক ভলান্টিয়ারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷
আরও পড়ুন, লকডাউনে মাছ ধরা বন্ধ, বর্ষায় পেটুক বাঙলির পাতে ঝাঁপিয়ে আসবে এবার বড় সাইজের ভাপা ইলিশ
অপরদিকে, বউবাজার থানার পাশেই রয়েছে হেয়ার স্ট্রিট থানা৷ সেখানকার কেউ বউবাজার থানার এক শীর্ষ আধিকারিকের সংস্পর্শে এসেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ উল্লেখ্য়, এর আগে প্রগতি ময়দান থানার ওসি ও তাঁর স্ত্রী দুই জনেই করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরাও দুজনেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে সব থানায়। এবং প্রগতি ময়দান থানাকেও জীবাণুমুক্ত করা হয়েছে। মূলত প্রগতি ময়দান থানা এলাকার মধ্যেই কোভিডে মৃতদের সৎকার করার জায়গা।কোয়রান্টিনে পাঠানো হয় ওই পুলিশ আধিকারিকের গাড়ির চালক এবং দেহরক্ষীকে।
আরও পড়ুন, কলকাতা পুরসভার প্রশাসক পদে ফিরহাদ ! ১৪ জনের প্রশাসক বোর্ড গঠনের সম্ভাবনা
করোনার থাবায় বন্ধ বাঘাযতীনের এক নার্সিংহোম, স্যানিটাইজেশনে বাঘাযতীন হাসপাতাল
কেন্দ্র বলছে ১৩৩, রাজ্য়ের হিসেবে করোনায় মৃত ৬৮
শুধু কলকাতাতেই করোনা আক্রান্ত ৭০০, মহানগরকে ঘিরে ঘুম ছুটছে রাজ্য়বাসীর
করোনা উপসর্গ সহ মিজোরামের বাসিন্দার মৃত্য়ু হল কলকাতায়, ক্যানসারের জন্য় তিনি ছিলেন চিকিৎসাধীন
রাজ্যে করোনায় মৃত্যুর হারে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ, বলছে কেন্দ্রের টিম
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর