সংক্ষিপ্ত

  • শহরে গণ পরিবহণে কিছুটা স্বস্তি ফিরল 
  • রবিবার থেকেই কলকাতায় চালু হল ট্রাম 
  •  বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুটে ট্রায়াল রান  
  • পরবর্তী সময়ে ৭টি রুটে ট্রাম চলাচল করবে  
     

রবিবার থেকেই কলকাতার রাস্তায় ফিরল ট্রাম। বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুটে ট্রায়াল রান। তবে দীর্ঘ লকডাউন শিথিলে আনলক ওয়ানের পর মেরামতি সম্পূর্ণ করে কলকাতায় চালু হল ট্রাম চলাচল। উল্লেখ্য়, কনটেনমেন্ট জোন বা কলকাতার রেড জোনের মধ্যে সংক্রমণ-প্রবণ এলাকা বা 'এ'- জোন  বাদে  গণ পরিবহণের গুরুত্বপূর্ণ রুটগুলি চিহ্নিত হয়েছে।  

আরও পড়ুন, সংক্রমণ রুখতে জুলাই মাসেও খুলছে না স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী

লকডাউনের মধ্যেই কিছু ছাড় ঘোষণার প্রস্তাব বিবেচনা করা হয়।  আনলক ওয়ানের শুরুতেই গণপরিবহণ চালু হওয়ার সময়েই ট্রাম চালানোর কথা ভাবা হয়। আমফানের জেরে বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে পড়া ছাড়াও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পিছিয়ে যায় ট্রাম যাত্রা। তারপর তাই অনেকটাই সময় গড়িয়ে যায়। মেরামতির পর, কলকাতায় চালু হল ট্রাম চলাচল।পরবর্তী সময় শহরের আরও ৭টি রুটে ট্রাম চলাচল করবে। 

আরও পড়ুন, করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার

অপরদিকে, শহরে সরকারি বাস চালু হলেও বেসরকারি বাস রাস্তায় নামছিল কম। ভাড়া বাড়ানো ছাড়াও একাধিক দাবি পূরণের কথা জানানো হয়েছিল বাস সংগঠনের তরফে।  যার জন্য় দাড়িয়ে থাকতে হচ্ছিল অধিকাংশ যাত্রীকেই। এদিকে রাজ্য়ে প্রায় সব অফিস খুলে গেছে। এখনও মেট্রো রেল, লোকাল ট্রেন চালু না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছিল। তবে অল্প দূরত্বের জন্য় হলেও শহরটাকে পুরোনো ছন্দে ফেরাল আবার ট্রাম। তবে উল্লেখ্য়, কনটেনমেন্ট জোন বা কলকাতার রেড জোনের মধ্যে সংক্রমণ-প্রবণ এলাকা বা 'এ'- জোন  বাদে  গণ পরিবহণের গুরুত্বপূর্ণ রুটগুলি চিহ্নিত হয়েছে।  

আরও দেখুন, সব হারিয়ে আজও ঘোড়ামারার পারে বসে থাকেন ঊর্মিলা, খোঁজেন একটু জীবনের আলো

 

 

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি