সংক্ষিপ্ত
- মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে উত্তরবঙ্গে
- সমুদ্র থেকেও প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে
- ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
- কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে উত্তরবঙ্গে। হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার অবস্থান। এছাড়া সমুদ্র থেকেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। যার দরুণ উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন, সার কোম্পানির নামে আর্থিক কেলেঙ্কারি, সল্টলেকে তল্লাশি ইডির আধিকারিকদের
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৮৪ শতাংশ। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৬ শতাংশ।রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৮ শতাংশ।
আরও পড়ুন, 'জানুয়ারিতে দল ছাড়ছে তৃণমূলের ১০০ বিধায়ক ২০ মন্ত্রী', দাবি কংগ্রেস নেতার
অপরদিকে, হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস । আগামী ৪৮ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনাতে। হাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, মিরাট, গোরক্ষপুর ভাগলপুর, সিকিমের হিমালয় সংলগ্ন এলাকায়। এছাড়াও রাজস্থান ও কেরল উপকূলে ২ টি ঘূর্ণাবর্ত রয়েছে। এই অক্ষরেখার প্রভাবে একদিকে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এবং অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণের কেরালা, কর্ণাটক-সহ বেশ কিছু রাজ্যে।
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের