ক্যাঙ্গারুর দেশে জয়জয়কার ভারতীয় বংশোদ্ভূত জাস্টিন নারায়ণের। মাস্টারশেফ অষ্ট্রেলিয়ার সিজন ১৩-র বিজয়ী হয়েছেন জাস্টিন নারায়ণ। ভারতীয় চিকেন ট্যাকোস, চারকোল চিকেন উইথ টোম, ভারতীয় চিকেন কারি, ফ্ল্যাটব্রেড ও আচারের স্যালাড বানিয়েই পান্তা ভাত ও আলু ভর্তাকে টেক্কা দিয়ে মাস্টারশেফ অষ্ট্রেলিয়ার খেতাব জিতে নিলেন জাস্টিন নারায়ণ।