গত বছর প্রকাশিক একটি রিপোর্টে জানা গিয়েছে, ভারতে প্রায় ১২ লক্ষ মানুষ বেকার (Jobless) হয়েছিলেন করোনার জন্য। শুধু তাই নয়, একদিকে যেমন চাকরি হারিয়েছেন, তেমনই চাকরি পাননি বহু মানুষ। তবে, চাকরি পাওয়াটা কিছুটা হলেও পরিস্থিতির ওপর। এটা নিজেরে বোঝান বেশ কঠিন। বহুদিন ধরে চেষ্টা করে চাকরি না পেলে হতাশা (frustration) আসবেই। জেনে নিন এমন পরিস্থিতিতে নিজেকে কী করে সামলাবেন।