শহরের এক নামকরা আইটি (IT) ফার্মে কর্মরত অর্জুন। মাসের শেষে বেতনও ভালোই পান। পরিবারে বলতে তিনজন। স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন। নিজেদের বাড়ি, ফলে বাড়ি ভাড়া দেওয়ার খরচ নয়। মেয়ে সবে নার্সারিতে ভর্তি হয়েছে। ফলে, তার পড়াশোনার যে ব্যপক খরচ, তেমনও নয়। তা সত্ত্বেও মাসের অর্ধেক যেতে না যেতেই নেই নেই শুরু হয়ে যায়। কোথা থেকে এত টাকা খরচ হয়, তা ভেবে পান না। তবে, খরচের পর খরচ লেগেই আছে। অর্জুনের মতো হাল অনেকেরই। ভালো চাকরি করেও টাকা জমাতে পারেন না, মাসের অর্ধেক যেতে না যেতেই টাকা শেষ হয়ে যায়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন কয়টি নিয়ম। রইল সহজ কয়টি টোটকার হদিশ।