মোটা থেকে রোগা কিংবা রোগা থেকে মোটা হলে সবার আগে যে সমস্যাটা শরীরে দেখা যায়, তা হল স্ট্রেচ মার্কস। বিশেষত, বয়ঃসন্ধিকালে এবং প্রেগনেন্সিতেও এই দাগ শরীরের নানা জায়গায় লক্ষ্য করা যায়। বিশেষ করে তলপেটে, কোমরে, বুকে, পায়ে এই দাগ লক্ষ্য করা যায়। ওবেসিটির কারণেও এই দাগ দেখা যায়। হাল ফ্যাশনে জামাকাপড় পরতে গেলেই মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই দাগ। বিশেষ করে ক্রপটপ পরলেই পেটে কিংবা কোমরে উঁকি মারে এই বিশ্রী ফাটা দাগ। কীভাবে দূর করবেন এই স্ট্রেচ মার্কস, রইল অব্যর্থ ঘরোয়া টোটকা।