হাতে গোনা আর মাত্র কটা দিনের অপেক্ষা। পুজোর শপিং (Puja shopping) এখন প্রায় শেষের দিকে। গত বছরের পর এবছরও করোনা আবহে পুজো নিয়ে তেমন উন্মাদনা না থাকলেও পুজো শপিং মাস্ট। এবার পুজোর চারটে দিন কেমন ভাবে নিজেকে সাজিয়ে তুলবেন টলি অভিনেত্রী অর্কজা, এশিয়ানেটের সঙ্গে শেয়ার করলেন তাঁর সাজ সংক্রান্ত খুটিনাটি তথ্য (Puja fashion)। ষষ্ঠী থেকে নবমী পুজোর চারদিন চার রকম ভাবে নিজেকে সাজিয়ে তুলছেন অর্কজা। অষ্টমীর লাল পাড় শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন, রকমারি সাজে নিজেকে সাজেই এবার বাজিমাত করবেন টলি সুন্দরী।