ঋতুপরিবর্তনের জন্য জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন অনেকেই। এদিকে করোনার উপসর্গ এই জ্বর। জ্বর হলেই আপনি করোনা আক্রান্ত এমন নয়। কোন জ্বর করোনার আর কোনটা ঋতুপরিবর্তনের জ্বর (Fever), তা বোঝা বেশ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সময় আপনি করোনা (Corona) আক্রান্ত কি না তা বুঝতে ত্বকের পরিবর্তন দেখুন।