করোনার চোখরাঙানি নিয়ে নাজেহাল সকলেই। কোভিড থেকে আমরা এখন পুরোপুরি মুক্ত হইনি তার উপরই ওমিক্রন যেন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। তবে করোনাকালে বর্ষশেষ উদযাপন বাদ দেওয়া সেটা আবার হয় নাকি। বরং করোনার স্বাস্থ্যবিধি মেনে এবারের ক্রিসমাস উৎসব পালন করুন নিজের বাড়িতেই। পরিবারের সকল সদস্যদের নিয়ে আনন্দে মেত উঠুন। নেটফ্লিক্স, আম্যাজন প্রাইম তো রয়েছে নতুন নতুন সিনেমা-ওয়েব সিরিজ দেখেও অনায়াসেই বড়দিনের সন্ধ্যাটা কাটাতে পারেন। বাড়িতে থেকেই ভার্চুয়াল সেলিব্রেশনে ক্রিসমাস পার্টির আয়োজন করুন প্রিয়জনদের সঙ্গে। বাইরে না গিয়ে কীভাবে বাড়িতেই বড়দিন পালন করবেন, রইল তার কিছু টিপস।