ত্বকে জেল্লা আনতে মাখতে পারেন এই কয়টি প্যাকের মধ্যে একটি, রইল বিশেষ টিপসশীতকালে রুক্ষ্ম, ফাটা ও চুলকানি ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে কফি, চিনি, অলিভ অয়েল, ওটস, দুধ, মধু, দই, অ্যালোভেরা এবং হলুদের মতো উপাদান দিয়ে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। এই প্যাকগুলি সপ্তাহে কয়েকবার ব্যবহারে ত্বকের উন্নতি লক্ষ্য করা যাবে।