শীতের দিনে বারে বারে খাবার গরম করেন? কঠিন রোগ বাসা বাঁধছে শরীরে, রান্নার পর এই খাবার ভুলেও গরম করবেন নাশীতকালে বারবার খাবার গরম করে খেলে শরীরের ক্ষতি হতে পারে। ভাত, মুরগির মাংস, চা, আলুর তরকারি এবং পালং শাক বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ এতে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে।