ছোট্ট শিশু রায়ানের দুষ্টুমিতে এখন মজেছে বিশ্ব। আমেরিকার বাসিন্দা এই ছোট্ট শিশুটির বাবা ম্যাট ম্যাকমিলান বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এই সব ছবি ঘিরেই ছোট্ট রায়ান এখন শিরোনামে। এইসব ফটোতে শিশুটির যে সব কীর্তিকলাপ ধরা পড়েছে তা দেখলে যে কেউ হেসে কুটোপাটি হবেন। দাড়ি কাটা থেকে শুরু করে মাছ ধরা, ডাইনিং টেবিলে বসে তাস খেলা, বড় কুড়ুল দিয়ে কাঠ চেরাই,এমনকী জিমে গিয়ে কসরত থেকে অফিস যাওয়া- এমনই সব ছবি নেটদুনিয়ায় মেলে ধরেছেন ম্যাট ম্যাকমিলান। এই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন ছোট্ট রায়ান প্রি-ম্যাচিওর বেবি হিসেবে জন্মগ্রহণ করেছিল। ডেলিভারি ডেটের অন্তত ৯ সপ্তাহ আগে তাকে মায়ের পেট থেকে বের করা হয়। এরপর ৬ সপ্তাহ তাকে নিয়োনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়েছিল। এই ছবিগুলি ১৫ মিনিট ধরে শ্যুট করেন ম্যাট সঙ্গে কিছু ফটোশপ করে ছবির মাত্রাকে চড়িয়ে দেন। তার মধ্যে প্রি-ম্যাচিওর বেবি নিয়ে যে সমস্ত অভিভাবকেরা আতঙ্কে থাকেন তাদের কাছে এই ছবিগুলি মনের জোর বাড়াতে সাহায্য করবে।