'পুজোর আগে গুনতে বসতাম, ক’টা হল, কবে কোনটা পরব, কোন জামার সঙ্গে কোন প্যান্টটা মানাবে'- টোটা রায়চৌধুরী
Sep 24 2022, 08:21 AM ISTবাঙালির সুঠাম চেহারা, কাট-কাট লুক এবং অবশ্যই ফ্যাশনদুরস্ত পোশাকে চোখ ধাঁধানো প্রেজেন্স। এমন কোনও বাঙালিকে নিয়ে বর্তমান সময়ে কথা বলতে হলে অবশ্যই তাতে তারকা টোটা রায়চৌধুরী। ফ্যাশন দুরস্ত পোশাক যেমন পছন্দ টোটার, তেমনি পছন্দ এক ছিপছিপে সুঠাম শরীর। যা বাঙালির গড়পড়তা ফিটনেস ফান্ডাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। পুজো ফ্যাশন প্লাস পুজোরে ফিজিক নিয়ে এশিয়ানেট নিউজ বাংলা মুখোমুখি হয়েছিল টোটা রায়চৌধুরীর।