কোটি কোটি টাকা আয়ের হিসেবে রয়েছে হাজারো গরমিল, সাগ্নিকের রোজগার নিয়ে বাড়ছে সন্দেহ

May 21 2022, 09:29 AM IST

সাগ্নিক নিজের যে আয়ের হিসাব পুলিশকে দেখিয়েছে তার তুলনায় আয় অনেক বেশি। এমনটাই জানাচ্ছেন তদন্তকারীরা। এবার সাগ্নিকের আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আয় করতে গিয়ে কোনও বেআইনি কিছুর সঙ্গে জড়িত ছিল কিনা পল্লবীর লিভ-ইন পার্টনার তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছে নিউ টাউনে একটি কল সেন্টার চালাতেন সাগ্নিক।  এবং সেই কল সেন্টারের আদৌ কোনও বৈধ কাগজ আছে কিনা কিংবা কী ধরনেরই বা কাজ হতো সেখানে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সূত্র থেকে আরও জানা গেছে সেই কল সেন্টারের সমস্ত কর্মীকে বেতন হিসেবে নগদ টাকা দিতেন সাগ্নিক। এবং সেই সূত্রে কল সেন্টারের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে জানা গেছে। এত কম টাকায় কীভাবে এত বিলাসবহুল জীবনযাপন করত সাগ্নিক। তা নিয়ে শুরু হয়ে জল্পনা। এমনকী পল্লবীরও আয়ের হিসাব খতিয়ে দেখা হবে জানা গিয়েছে। পল্লবীর পরিবারের কাছ থেকেও আয় সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে পুলিশ। 

৮০ লাখের ফ্ল্যাট থেকে ১৫ লক্ষের এফডি, প্রেমিক সাগ্নিককে মোটা অঙ্কের টাকা দিয়ে সাহায্য করেছিলেন পল্লবী

May 16 2022, 04:53 PM IST

সময় যত এগোচ্ছে ততই যে পল্লবীর মৃত্যু মামলা নিয়ে জল্পনা বাড়ছে। পল্লবীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্প্রতি সাগ্নিক তার এবং তার বাবার নামে  নিউটাউনে ৮০ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন। যেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে সাহায্য করেছিলেন পল্লবী চক্রবর্তী। এমনকী দুজনে মিলে গাড়িও কিনেছিলেন তারা, সেখানেও অনেক টাকা দিয়েছিলেন পল্লবী। টেলি অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুর পর থেকেই তাকে ঘিরে এখনও উত্তেজনা তুঙ্গে। গতকাল গভীর রাত পর্যন্ত গড়ফা থানায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় সাগ্নিককে। আজ গড়ফা থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগ আনতে চলেছে পল্লবীর পরিবার। তবে এখনও পর্যন্ত পল্লবীর পরিবারের পক্ষ থেকে কোনও মামলা রুজু করা হয়নি। এখনও আত্মহত্যার মামলা হিসেবেই এটাকে দেখছে পুলিশ।