জন্মাষ্টমীর রাতে এই কাজগুলো করলেই কেটে যাবে বাধা বিপত্তি, সাফল্য আসবে চাকরিতে

Aug 19 2022, 10:03 AM IST

হিন্দুধর্মের বারো মাসে তোরো পার্বনের মধ্যে জন্মাষ্টমী হল অন্যতম প্রধান উৎসব।  তবে যে কোনও অষ্টমী তিথিকে খুব একটা শুভ দিন বলে মানা হয় না।  গোকূলে দেবকীর অষ্টম গর্ভে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে বা অষ্টম তিথিতে জন্ম হয় কৃষ্ণের। এই জন্মাষ্টমী তিথির আর এক নাম গোকূল অষ্টমী। তারপর থেকেই সারা ভারতবর্ষে  প্রতি বছর এই জন্মাষ্টমীর গুরুত্ব বাড়তে শুরু করে। আজ জন্মাষ্টমী।  সারা দেশ জুড়ে পালিত হবে জন্মাষ্টমী। ইতিমধ্যেই তোড়জোড় চলছে জোরকদমে। এই বছর জন্মাষ্টমীতে অতি উত্তম সংযোগ রয়েছে।  দুলর্ভ জয়ন্তী যোগে পালিত হবে কৃষ্ণের জন্মোৎসব। মধ্যরাত্রিতে কৃষের জন্মাষ্টমী পালন করা হবে। জন্মাষ্টমীর রাতে নিষ্ঠাভরে এই  বিশেষ কাজগুলি করলেই কেটে যাবে সমস্ত বাধা ও বিপত্তি।  কৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন এবং সাফল্য আসবে চাকরিতে।