কোভিড ১৯এর নতুন বিপদ ডেল্টা প্লাস, জানুন করোনা টিকাগুলি কতটা কার্যকর

  • করোনাভাইরাসের নতুন বিপদ ডেল্টা প্লাসে 
  • করোনা টিকাগুলির কার্যকারিতা নিয়ে প্রশ্ন 
  • বিশেষজ্ঞরা পরীক্ষা শুরু করেছেন 
  • মার্কিন গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন 

Saborni Mitra | Published : Jun 23, 2021 5:34 AM IST

ভারতের সামনে করোনাভাইরাসের নতুন বিপদ ডেল্টা প্লাস ভাইব়্যান্ট। সূত্রের খবর দেশে এখনও পর্যন্ত ৪০ জনের সন্ধান পাওয়া গেছে যাঁদের শরীরে করোনাভাইরাসের ডেল্টা প্লাস রূপের নমুনা রয়েছে। যা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আর কেরলেও কোভিডের ডেল্টা প্লাস রূপের সন্ধান পাওয়া গেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের বিজ্ঞানীরা ইতিমধ্যেই ডেল্টা প্লাস রূপটি (AY.1) বিচ্ছিন্ন করার করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ডেল্টা প্লাস রূপের নতুন রূপান্তর এটি। পুনের ন্যাশানাল ইনস্টিটিউ অব ভাইরোলজিতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের সঙ্গে নতুন স্ট্রেইনকে নিরপেক্ষ করা যা কিনা তা পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। 

সোমবারের রেকর্ড গড়লেও মঙ্গলে কোভিড টিকা কর্মসূচিতে ভাটা, স্বস্তি দিচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ...

Latest Videos

সূত্রের খবর, কোভিড ১৯ আক্রান্ত রোগীদের সিরামের নমুনাগুলি ডেল্টা প্লাস বৈকল্পিকের বিরুদ্ধে অ্যান্টিবডিগুলির নিরপেক্ষ করা যায় কিনা তা যাচাই করতেও ব্যবহার করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন করোনাভাইরাসের টিকাটি ডেল্টার রূপগুলির বিরুদ্ধে কাজ করবে। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন ভারতের কোভিশিল্ড আর কোভ্যাক্সিন দুটি টিকাই ডেল্টা রূপের বিরুদ্ধে কার্যকর। অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ভাইরোলজিল্টরা ইতিমধ্যেই ডেল্টা প্লাসের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

টাইমস স্কোয়ারে যোগ দিবসের বর্নাঢ্য অনুষ্ঠান, মন কাড়লেন হাজার হাজার অংশগ্রহণকারী ...

ডেল্টা প্লাস একচেটিয়া অ্যান্টিবডি প্রতিরোধী
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন কোভিড ১৯এর বিরুদ্ধে লড়াইয়ের পদ্ধতি হিসেবে ব্যবহৃত অ্যান্টিবডি চিকিৎসা ডেল্টা প্লাসের বিরুদ্ধে কাজ করতে পারে না। পাবলিক ডোমেইনে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডেল্টা প্লাসের বিরুদ্ধে মনোক্লোনাল অ্যান্টিবডি কার্যকর নাও হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে আরও কিছু তথ্য প্রমান হাতে পাওয়ার পরেও তাঁরা এই বিষয়টি নিয়ে নিশ্চিত হবেন। 

'রাজ্যপাল ক্ষতি করছেন', এবার পদটির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তৃণমূল নেতার ...

ডেল্টার বিরুদ্ধে অ্যান্ট্রোজেনেকার কার্যকারিতা 
সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞ আর আমেরিকান বিজ্ঞানী এরিক ফিদল ডিং একাধিক টুইটের মাধ্যমে বলেছেন যে অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনটি সার্স কোভ২ SARS COV2 র ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে সীমিত কার্যকারিতা দেখাতে পেরেছে। তবে ডেল্টা প্লাসের বিরুদ্ধে এক কার্যকারিতা ৯০ শতাংশ নয়। মাত্র ৬০ শতাংশেই সীমাবদ্ধ। করোনাভাইরাসের বিরুদ্ধে ফাইজারের তৈরি  টিকা ৮৮ শতাংশ কার্যকারিতা দেখাতে পারলেও ডেল্টার বিরুদ্ধে এটি মাত্র ৩৩ শতাংশা কার্যকর। ডেল্টা প্লাসের বিরুদ্ধ চলতি টিকাগুলির কার্যকারিতা খুবই কম বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। 
 

Share this article
click me!

Latest Videos

মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar