শেষ সাদা গন্ডার সুদানের সঙ্গে রোহিতের ছবি ভাইরাল, প্রকাশ পেল অজানা তথ্য

  • ২০১৫ সালে তোলা রোহিত শর্মার ছবি ভাইরাল
  • প্রাকাশ পেল হিটম্যানের অজানা এক তথ্য
  • পৃথিবীর শেষ সাদা গন্ডারের সঙ্গে ছবি তুলেছিলেন রোহিত
  • ছবিটি প্রকাশ করে অজানা তথ্য দিল কেনিয়ার সংস্থা

সালটা ছিল ২০১৫। কেনিয়াতে গিয়ে পৃথিবীর শেষ সাদা পুরুষ গন্ডারের সঙ্গে ছবি তুলেছিলেন রোহিত শর্মা। য়ার নামছিল সুদান। নিজের ইন্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবিও দিয়েছিলেন তিনি। সবার তখন মনে হয়েছিস আর পাঁচ জনের মতেই বেড়াতে গিয়ে ছবি দিয়েছেন হিটম্যান। কিন্তু সেই ছবির পেছনে যে অন্য গল্প লুকিয়ে আছে এক অজানা কথা। ২০১৯ সালের শেষ পর্যায়ে এসে সেই তথ্য প্রকাশ করল কেনিয়ার সংস্থা ওল পেজাতা কনজারভেন্সি। ২০১৮ সালে পৃথিবীর শেষ সাদা পুরুষ গন্ডার সুদান মারা যায়। 

আরও পড়ুন - আসন ৩৯ হাজার, টিকিট বিক্রি হল দেড় হাজার, আর টেস্ট চায় না রাঁচী

Latest Videos

 

শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ডে রোহিতের সেই ছবি পোস্ট করে ওল পেজাতা কনজারভেন্সি জানিয়েছে, সেবার শুধু বেড়াতা গিয়ে ছবি তোলেননি রোহিত ও তাঁর স্ত্রী, বরং গন্ডার সংরক্ষণে ওল পেজাতা কনজারভেন্সিকে আর্থিক ভাবেও সাহায্য করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়াক ও তাঁর স্ত্রী ঋতিকা। রোহিতের সেই ছবি তুলে ধরে ওল পেজাতা কনজারভেন্সি বিশ্বের অন্য বিখ্যাত ব্যাক্তিদের কাছে সাহায্যের অবেদনেও জানাচ্ছে ওই সংস্থা। 

আরও পড়ুন - কাতারের বিরুদ্ধে ফিরতি ম্যাচ হোক যুবভারতীতে চাইছেন ভারতীয় কোচ স্টিমাচ

কিছুদিন আগেই ভারতে এক খড়গ যুক্ত গন্ডার সংরক্ষণের একটি উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন রোহিত। সেই প্রকল্পের কথাও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন হিটম্যান। 

 

 

অনেন ক্রিকেট ভক্তের কাছে ভারতীয় ওপেনারের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়ে ছিল সব মহলে। আর শুক্রবার প্রকাশ পেল রোহিতের গন্ডার প্রীতি বা বলা ভালো, গন্ডার সংরক্ষণে চার বছর আগে গোপনে নেওয়া এক উদ্যোগ। 

আরও পড়ুন - রবি শাস্ত্রী নিয়ে প্রশ্ন উঠতেই সৌরভের কৌতুক মেশানো জবাব, ভাইরাল সেই উক্তি

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু