G20 summit: জি২০-র ব্যাটন লুলার হাতে তুলে দিলেন মোদী, ভারতকে অভিনন্দন ব্রাজিলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি২০ সামিটের সমাপ্তি ভাষণে বলেন,আমরা এক পৃথিবী এক পরিবার অধিবেশনে বিস্তারিত আলোচনা করেছি। আমি সন্তুষ্ট যে আজ জি২০ এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী প্রচেষ্টার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

 

জি২০ সামিট শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী দায়িত্ব তুলে দিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে। লুলা আগেই উদীয়মান অর্থনীতির স্বার্থের বিষয়গুলিতে ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন। জি ২০ সম্মেলনের আয়োজন দেশ হিসেবে ভারতের উদ্যোগের প্রশংসাও করেছেন।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি২০ সামিটের সমাপ্তি ভাষণে বলেন, 'গতকাল আমরা এক পৃথিবী এক পরিবার অধিবেশনে বিস্তারিত আলোচনা করেছি। আমি সন্তুষ্ট যে আজ জি২০ এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী প্রচেষ্টার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।'তারপরই তিনি জি২০ ব্যাটন তুলে দেন ব্রাজিলের প্রধান লুলা দা সিলভার হাতে। লুলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সামাজিক অন্তর্ভুক্তি ক্ষুধার বিরুদ্ধে লড়াই , শক্তির পরিবর্তন, টেকসই উন্নয়কে জি২০ অগ্রাধিকার হিসেবে তালিকাভুক্ত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক শক্তি ফিরে পেতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য হিসেবে নতুন ও উন্নয়নশীল দেশগুলির অন্তর্ভুক্ত প্রয়োজন। তিনি আরও বলেন, 'আমরা বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ-এ উদীয়মান দেশগুলির জন্য বৃহত্তর প্রতিনিধিত্ব চাই।'

Latest Videos

Ukraine war: ইউক্রেন যুদ্ধ নিয়ে G20র ঘোষণায় খুশি নয় কিয়েভ, কৃতজ্ঞতা জানালেও সমালোচনায় সরব

জি২০ শীর্ষ সম্মেলনের একটি বড় অংশ জুড়ে ছিল বিশ্বব্যাপী আস্থার ঘাটতি। গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সের সূচনা, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সৌদি অবর ও উপসাগরীয় রাজ্যগুলির মধ্যে নতুন সংযোগ নেটওয়ার্ক চালু করার আহ্বান।

G20 Dinner Menu: কি খাবার পরিবেশন করা হচ্ছে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে? জি২০ ডিনারের মেনু রইল

জি২০ সদস্যরা সম্মতিক্রমে দিল্লি ঘোষণাপত্র গ্রহণ করেছে। যা আগামী দিনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আঞ্চলিক য়অখণ্ডতা ও আন্তর্জাতিক মানকিবক আইন বজায় রাখার জন্য সব দেশগুলিকে একত্রিত হয়ে কাজের পরিবেশ তৈরি করে দেবে। চিন ও রাশিয়ার মত দেশ - দুটি দেশের রাষ্ট্রপ্রধানরাও জি২০ সম্মেলন এড়িয়ে গেছেন। কিন্তু সংশ্লিষ্ট দুটি দেশের প্রতিনিধিরাও দিল্লির ঘোষণাপত্রে সায় দিয়েছেন। দিল্লির ঘোষণাপত্রে বিশ্বে শান্তি স্থাপের জন্য বলা হয়েছে, 'আমরা সমস্ত রাষ্ট্রকে আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব, আন্তর্জাতিক মানবিক আইন এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষাকারী বহুপাক্ষিক ব্যবস্থা সহ আন্তর্জাতিক আইনের নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য আহ্বান জানাই।'

G20 Summit: জি ২০ বৈঠকে ক্রিপ্টো নীতি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ- ৫টি ক্ষেত্রে ভারত পাশে পেয়েছে বিশ্বকে

দিল্লির জি২০ শীর্ষ সম্মেলনে স্থির হয়েছে বিশ্বে আগামী ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির ক্ষমতা তিনগুণ করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই অবস্থাই জারি থাকবে। জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কয়লার ব্যবহার কমাতে হবে। তবে তেল ও গ্যাস নিয়ে তেমন কোনও কথা বলা হয়নি। জি২০ মঞ্চ থেকে ক্রিপ্টো মুদ্রা নিয়ন্ত্রণের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলি সায় দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন ভার্চুয়াল ডিজিটাল সম্পদ নীতিতে বিশ্বের দেশগুলি সায় দিয়েছে। ক্রিপ্টো সম্পদের বিষয়ে স্পষ্ট নীতির জন্য বিশ্বব্যাপী চাপ গতি পেয়েছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ
'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh