আমফানে রাজ্যে ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়া সবজি চাষী। বিঘার পর বিঘা জমি আমফানের তান্ডবে তছনচ হয়ে গিয়েছে। এতদিন শুধুমাত্র ধানচাষীরাই শস্য বীমার সুবিধা পেতেন। তাই এবার সবজি চাষীদের শস্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিল রাজ্য।
আরও পড়ুন, সোমবার থেকেই খুলছে কলকাতার ৪৫ পুর বাজার, জানুন কী কী বিষয়ে কড়াকড়ি
রাজ্যে ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়া সবজি চাষীদের পাশে দাঁড়াতে এই প্রথম রাজ্যের সব সবজি চাষীদের শস্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিল রাজ্য । লক ডাউন উঠে গেলেই সর্বভারতীয় স্তরে কাজ করা এগ্রিকালচারাল ইনসিওরেন্স কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে রাজ্য কৃষি দফতর । এতদিন শুধুমাত্র ধানচাষীরাই শস্য বীমার সুবিধা পেতেন । এখন থেকে সবজি চাষীরাও বীমার সুবিধা পাবেন ।
আরও পড়ুন, বিকেলের পরই আসতে পারে ঝড়, ঝাপিয়ে বৃষ্টি নামবে কলকাতায়
অপরদিকে, বাংলায় মোট চাষযোগ্য জমি ৫৫ লক্ষ হেক্টর। এদিকে রাজ্যজুড়ে সবজি চাষ হয় ১০ লক্ষ হেক্টর জমিতে । সবজি চাষের সঙ্গে রাজ্যজুড়ে জড়িয়ে আছেন বাংলার প্রায় ২১ লক্ষ চাষী। দিন দিন সেই সংখ্যাটাও আরও বাড়ছে । আমফোনের তান্ডব কার্যত এক কালো মেঘের ছায়া ফেলেছে এই সব উৎপাদনকারীদের মধ্যে ।
করোনা আক্রান্ত রাজ্য়ের তৃণমূল বিধায়ক, কালীঘাটের ফ্ল্য়াট সিল করে বসল পুলিশি প্রহরা
করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন
কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের