শুধু পুজোতে নয় সুগার নিয়ন্ত্রণেও কার্যকর এই পাতা, ফল ছাড়াও পাতারও রয়েছে নানান উপকারিতা

আজকের লাইফস্টাইলে আপনাকে ফিট রাখা খুব কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে মানুষকে ঘিরে শুরু হয় নানা ধরনের সমস্যা। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, উচ্চ কোলেস্টেরলের মতো রোগ। এমন পরিস্থিতিতে চলুন বলি যে বেলগাছের পাতা কত উপকার করতে পার।

Web Desk - ANB | Published : Jun 14, 2022 10:36 AM IST

খুব কম লোকই জানেন যে বেল পাতা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। এটি খেলে অনেক ধরনের সমস্যাও দূর হয়। আসুন জানলে অভাক হবেন যে, বেলপাতা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, রিবোফ্লোবিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফাইবার, ভিটামিন বি১, বি৬, বি১২। তাহলে চলুন জেনে নেওয়া যাক এর বাইরে বেলপাতা খাওয়ার কী কী উপকারিতা রয়েছে এবং কীভাবে তা শর্করা নিয়ন্ত্রণে রাখে।

বেল পাতা খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেলের সবুজ পাতা দারুণ কাজে আসে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় বেল পাতা হালকা লবণ ও কালো গোলমরিচ দিয়ে চিবিয়ে খেতে পারেন। এটি আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। 

হজম শক্তি বৃদ্ধি করে
বেল পেট পরিষ্কার করতে কাজ করে। এর রেচক বৈশিষ্ট্য রয়েছে, যা পরিপাকতন্ত্রকে শক্তিশালী করতে সহায়ক। হজমের সমস্যা হলে বেল বা বেল পাতা খান। 

জীবনধারায় বেল পাতা কাজে লাগান
আজকের লাইফস্টাইলে আপনাকে ফিট রাখা খুব কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে মানুষকে ঘিরে শুরু হয় নানা ধরনের সমস্যা। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, উচ্চ কোলেস্টেরলের মতো রোগ। এমন পরিস্থিতিতে চলুন বলি যে বেলগাছের পাতা কত উপকার করতে পার।

আরও পড়ুন- কেটো ডায়েটে ওজন কমানো সহজ উপায় হল বাটার কফি, জেনে নিন কীভাবে বানাবেন

আরও পড়ুন- সকালের জল খাবারে ফল খাওয়া কি ঠিক, কোন ফলগুলি রাখা উচিত ব্রেকফাস্টে

আরও পড়ুন- তরমুজ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় এর পুষ্টিগুণ, জেনে নিন গরমে কিভাবে স্টোর করবেন


বেল পাতায় থাকা উপাদান-
অনেকে মনে করেন প্রতিদিন একটি করে বেল পাতা ঘি দিয়ে ভেজে চিনি সহ খেলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে। বেল পাতা ত্রিফলক যুগ্মপত্র। অর্থাৎ একটা বোটায় তিনটি করে পাতা থাকে। হিন্দুদের শিবপূজায় ত্রিনয়নের প্রতীক হিসাবে বিল্বপত্র ব্যবহার হয়। বেল পাতায় aegeline নামক এক প্রকার উপাদান থাকে যা ওজন কমানোর কাজে ব্যবহৃত হয়। 

প্রসঙ্গত, এগুলি সাধারণত অনুমানমাত্র। শারীরিক যে কোনও সমস্যা দেখা দিলে প্রথমেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চিকিৎসকের কথা মত চিকিৎসা করান, সুস্থ থাকুন।

Share this article
click me!