বহুদিন ধরেই এই ওয়ার্ক ফ্রম হোম পন্থায় কাজ চললে একাধিক অফিসের (Office)। ঘরে বসেই অফিসের সব কাজ করছে কর্মীরা। চলছে মিটিংও। যুম কল কিংবা গুগল মিট-এর মতো একাধিক অ্যাপের গুরুত্ব ক্রমে বেড়ে চলেছে। অন্যদিকে, এখন ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে বিভিন্ন অফিস তাদের কর্মী নিয়োগ করছে। তবে অনলাইনে ইন্টারভিউ (Online Interview) দেওয়ার সময় একটু সতর্ক হওয়া প্রয়োজন। ভিডিও ইন্টারভিউ-এর সময় ভুলেও এই কাজ করবেন না।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে হলেও এখনও কমেনি করোনার প্রকোপ। নিত্যদিনই একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। এই রোগ থেকে বাঁচতে এখনও চলছে অনলাইন ক্লাস ও ওয়ার্ক ফ্রম হোম। বহুদিন ধরেই এই ওয়ার্ক ফ্রম হোম পন্থায় কাজ চললে একাধিক অফিসের (Office)। ঘরে বসেই অফিসের সব কাজ করছে কর্মীরা। চলছে মিটিংও। যুম কল কিংবা গুগল মিট-এর মতো একাধিক অ্যাপের গুরুত্ব ক্রমে বেড়ে চলেছে। অন্যদিকে, এখন ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে বিভিন্ন অফিস তাদের কর্মী নিয়োগ করছে। তবে অনলাইনে ইন্টারভিউ (Online Interview) দেওয়ার সময় একটু সতর্ক হওয়া প্রয়োজন। ভিডিও ইন্টারভিউ-এর সময় ভুলেও এই কাজ করবেন না।
সবার আগে সঠিক পোশাক করে ভিডিও ইন্টারভিউ (Video Interview) দিতে বসুন। ভিডিও-তে আপনার কাঁধ পর্যন্ত অংশ দেখা যায় বলে, শুধু একটা শার্ট গলিয়ে নিলেন এমন করবেন না। কেউ বুঝতে পারলে আপনারই ইমপ্রেশন খারাপ হবে। তাই সঠিক পোশাক পরুন।
ইন্টারভিউ দেওয়ার সময় ল্যাপটপ এমন জায়গায় রাখুন, যাতে সঠিক ব্যাকগ্রাউন্ট দেখায়। আপনার পিছনে ঠাকুরের ফোটো কিংবা পরিবারের ফোটো দেখা যাচ্ছে, অথবা জামা ঝুলছে, এমন স্থানে বসে ইন্টারভিউ দেবেন না। এতে নেগেটিভ মার্কিং হয়।
মিটিং চলাকালীন অন্য দিকে তাকাবেন না। পুরোট সময়টা কমপিউটার স্ক্রিনে (Screen) চোখ রাখুন। তারা কী বলছে মন দিয়ে শুনুন। ভুলেও কোনও কথা রিপিট করতে বলবেন না। এতে খারাপ ইমেজ তৈরি হবে।
ইন্টারটিউয়ের (Interview) আগে থেকে ইন্টারনেট চেক করে রাখবেন। যাতে কাজের সময় তা কোনও সমস্যা তৈরি না করে। সঙ্গে ল্যাপটপ চার্জ নিয়ে রাখবেন। সাউন্ড যাতে পুরোপুরি শোনা যায়, তার ব্যবস্থা করে রাখুন। তা না হলে, ইন্টারভিউ চলকালীন সমস্যায় পড়বেন।
যে ঘরে পর্যাপ্ত আলো (Light) আছে, সেই ঘরে বসে ইন্টাভিউ দিন। তাদের যেন আপনাকে দেখতে সমস্যা না হয়, সেটা মাথায় রাখুন। ভিডিও ইন্টারভিউ চলাকালীন ঘরের সব আলো জেলে রাখুন। তা না হলে, সমস্যায় পড়তে পারেন।
আরও পড়ুন: সহকর্মীর সঙ্গে জমিয়ে চলছে Flirting, জেনে নিন বরের এমন আচরণ দেখলে কী করবেন
আরও পড়ুন: কমছে গুণগত মান সঙ্গে উদ্যোগ হারাচ্ছেন কাজে, জেনে নিন কী কী কারণে একঘেঁয়েমি দেখা দেয়
ইন্টারভিউ-এর আগে সংস্থার পক্ষ থেকে একটা লিঙ্ক পাঠানো হয়। সঠিক সময় সেই লিঙ্কে (Link) ক্লিক করুন। বেশি আগে থেকে জয়েন করার দরকার নেই। ক্যামেরা ফেসিং সঠিক করে রাখুন। আর ইন্টারভিউ দিতে বসার আসে কাছে জল রাখুন। তবে, যে কোনও রঙিন বোতল নয়। কাঁচের গ্লাসে জল নিয়ে বসুন ইন্টারভিউ দিতে।