রঙ-বেরঙের ফুলে সেজেছে গুগল ডুডল, এক ক্লিকে মিলছে শুভেচ্ছা, রইল নাওরোজ উৎসবের ইতিবৃত্তান্ত

আজ সকাল থেকে গুগল সেজেছে রকমারী ফুলে। রয়েছে রঙ-বেরঙের ফুল, রয়েছে গিটার ও মৌমাছি। গুগলের এই চমক মন কেড়েছে সকলের। আর সেই ফুলে ক্লিক করলেই মিলছে নববর্ষের শুভেচ্ছা (Wish)। রইল নাওরোজ উৎসবের ইতিবৃত্তান্ত।

মোবাইল (Mobile), ল্যাপটপ (Laptop) কিংবা কমপিউটার (Computer)- যেখান থেকেই আজ গুগল খুলবেন, অনুভব করবেন উৎসবের মেজাজ। ব্যবহারকীদের উৎসবের আনন্দ দিতে সেজেছে গুগল। আজ সকাল থেকে গুগল সেজেছে রকমারী ফুলে। রয়েছে রঙ-বেরঙের ফুল, রয়েছে গিটার ও মৌমাছি। গুগলের এই চমক মন কেড়েছে সকলের। আর সেই ফুলে ক্লিক করলেই মিলছে নববর্ষের শুভেচ্ছা (Wish)। উপলক্ষ নাওরোজ উৎসব (Nawruz Festival)।

শুরু হয়ে গিয়েছে বসন্ত। বসন্ত মানেই চারিদিকে পলাশ ফুসের গন্ধ, মনোরম আবহাওয়া। এই সময় বাঙালি মন সব সময় আনন্দে ভেসে থাকেন। তবে, জানেন কি শুধু বাঙালি নয়, বসন্ত অন্যান্য সম্প্র্রদায়ের জন্যও আনন্দ বয়ে আনে। বসন্তের প্রথম দিনে প্যারিসে পালিত হয় নববর্ষ। যা নওরোজ (Nowruz) নামে পরিচিত। সেই বসন্তের আগমনকে স্মরণীয় করে রাখতে, গুগলে ফুল, বাদ্যযন্ত্র, মৌমাছি ও শুঁয়োপোকা দিয়ে একটি রঙিন জুডল তৈরি করেছে গুগল কোম্পানি। 

নওরোজ (Nowruz) ফার্সি শব্দ। নও শব্দের অর্থ নতুন ও রুজ শব্দের অর্থ দিন। ঐতিহাসিকদের মতে, ইরানী পুরাণে নওরোজের বিভিন্ন কাহিনী আছে। সকল প্যারিসবাসীরা বিশেষ উৎসাহের সঙ্গে পালন করে থাকেন নববর্ষ। বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের সঙ্গে মিষ্টি বিনিময় করে থাকেন তারা। এমনকী, হার্ব রাইস (Herb Rice) ও মাছ ভাজা খাওয়ার একটা রীতি আছে সেখানে। সূর্য বিষুব রেখা অতিক্রম করলে ১৩ দিন ধরে সেখানে পালিত হয় উৎসব। এই সময় বাড়ি পরিষ্কার করা, আত্মীয়দের সঙ্গে সাক্ষাত করার চল দেখা যায়। 

এই বছরের নওরোজ ২০ মার্চ, ২০২২ পালিত হচ্ছে। নওরোজ হল প্রাচীনতম ছুটির দিনগুলোর মধ্যে একটি। যার একটি সমৃদ্ধ ইতিহাস আছে। ৩০০০ বছর পুরনো সেই ইতিহাস। নিয়ম অনুসারে ১৩ দিন ধরে পালিত হয় এই উৎসব। সূর্য যখন প্রথমবার বিষুব রেখা অতিক্রম করে সেই তিথি অনুসারে এই দিনটি নির্ধারণ করা হয়। আজ সেই উৎসব পালনে ব্যস্ত সমস্ত প্যারিসবাসী। 

এই প্রথম নয়। আজকাল প্রায়ই খবরে আসে গুগল ডুডল (Google Doodle)। কখনও কোনও বিখ্যাত ব্যক্তির জন্মদিন (Birthday) কিংবা মৃত্যুদিন (Death Anniversary) উদযাপন করতে তো কখনও কোনও বিশেষ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে করাতে উদ্যোগ নেন গুগল (Google)। আর গুগলের এই উদ্যোগ সব সময় প্রশংসিত হয় দর্শক মুখে। 

আরও পড়ুন- বিশ্ব চড়ুই দিবসে এবারের থিম কী, জানুন সচেতনতা বাড়িয়ে কীভাবে অংশ নেবেন

Latest Videos

আরও পড়ুন- নিজের হাতে করে সাপকে জল খাওয়ালেন ব্যক্তি, মুগ্ধ নেটিজেনরা

আরও পড়ুন- আন্তর্জাতিক সুখ দিবস কেন পালন করা হয়, জেনে নিন এই দিনের বিশেষ গুরুত্ব কী

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'এই বাচ্চার দায়িত্ব আমার', স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে গিয়ে বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে যদি লক্ষ্মীকে কেঁড়ে নেন' মমতাকে আক্রমণ শুভেন্দুর
‘Mamata Banerjee-র ক্ষমতা থাকলে নিজের বাড়ির লোকদের জেলা হাসপাতালে পাঠান’ বিস্ফোরক Sukanta M
নিজের বাড়িতেই আক্রান্ত Saif Ali Khan! কেমন আছেন Bollywood অভিনেতা? | Saif Ali Khan News Today