জলের বোতলের নিচের সাংকেতিক চিহ্ন আসলে এক একটা সাবধানবাণী, জানুন বিস্তারিত

Published : Nov 01, 2019, 06:43 PM IST
জলের বোতলের নিচের সাংকেতিক চিহ্ন আসলে এক একটা সাবধানবাণী, জানুন বিস্তারিত

সংক্ষিপ্ত

  বোতল বা কন্টেনারের নিচে  সাংকেতিক ইনডেক্স দেখুন যেখানে আমাদের স্বাস্থ সম্মত নানা ইঙ্গিত দেওয়া হয়েছে   ত্রিকোনের মাঝে ৩ লেখা বোতল না ব্যবহার করাই ভাল  এতে ক্যানসারের সম্ভাবনা থাকে বলে আশঙ্কা করা হয়  

ঠান্ডা জলের বোতল কেনার সময়, প্রত্য়েকেই বোতলের উপরিভাগটুকুই যাচাই করে দেখেন। ভাল ব্র্য়ান্ড হলেতো অনেক সময় না দেখেই অনেকে না দেখেই কিনে ফেলেন। তবে যদি আপনি জলের বোতল কিংবা খাবারের কন্টেনার কেনেন, তাহলে সেই বোতল বা কন্টেনারের নিচে কয়েকটা জিনিস একটু লক্ষ্য় করুন।  খেয়াল করলে দেখতে পাবেন সেখানে নানা রকম সাংকেতিক ইনডেক্স রয়েছে। যা মূলত আমাদের স্বাস্থ সম্মত নানা ইঙ্গিত দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক তাহলে বোতল বা কন্টেনারের নিচে সাংকেতিক ইনডেক্সগুলির আসল অর্থ কী-

আরও পড়ুন, মধ্যবিত্তের মাথায় হাত, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

১। ত্রিকোনের মাঝে ১ লেখার অর্থ হল বোতলটি  পলিথিলিন টেরেপথ্যালেট প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। তাই একবারের বেশি কখনই উচিত নয়।

২। সাবান, শ্য়াম্পুর বা ফিনাইলের বোতলের ক্ষেত্রে  ত্রিকোনের মাঝে ২ লেখা হয়।

৩।  ত্রিকোনের মাঝে ৩ লেখার অর্থ , এই ধরনের প্ল্যাস্টিকে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি এর ব্যবহার হয়ে থাকে৷ এই ধরনের বোতল না ব্যবহার করাই ভাল। এতে ক্যানসারের সম্ভাবনা থাকে বলে আশঙ্কা করা হয়৷

৪। দামি বোতল থেকে প্ল্যাস্টিক প্যাকেটের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন,  ত্রিকোনের মাঝে লেখা থাকে ৪।  এর মানে আপনি এটি অনেকবার ব্যবহার করতে পারবেন৷

আরও পড়ুন, সুস্থ থাকতে কখনই অন্যের এই জিনিসগুলো ব্যবহার করবেন না

৫। ত্রিকোণের মাঝে যদি লেখা থাকে ৫,  তাহলে বুঝবেন আপনি একাধিকবার ব্যবহার করতে পারবেন। সাধারনত খাবারের কন্টেনারে এই প্লাসটিক ব্য়বহার করা হয়।

৬। পলি স্টাইরিন বা পলি কার্বনেট বিস ফেনল দিয়ে যে প্ল্যাস্টিক তৈরি হয়, সেইক্ষেত্রে ত্রিকোনের মাঝে লেখা থাকে ৬। এই ধরনের প্লাসটিক ব্য়বহার করলে যথেষ্ট ক্ষতির সম্ভাবনা থাকে। 

৭।   ত্রিকোণের মাঝে যদি লেখা থাকে ৭, তাহলে বুঝবেন এই ধরনের প্ল্যাস্টিক ব্যবহার করলে আপনি হরমোন জনিত সমস্য়ায় পড়তে পারেন।  

PREV
click me!

Recommended Stories

নবদ্বীপে মহাপ্রভুর ভোগ দর্শন, কিভাবে পাবেন এই ভোগ জানুন বিস্তারিত
সৌন্দর্য ও সুগন্ধের মেলবন্ধন! এই ৫টি গাছ বাড়িকে বানাবে পারফিউম গার্ডেন