ঠান্ডা এখনও আসেনি তবু এই সময় থেকেই দেখা দিয়েছে শুষ্ক ত্বকের সমস্যা। শীতকালের সবথেকে বড় সমস্যা হল ত্বকের রুক্ষতা। এই সময় শুষ্ক শীতল হাওয়ায় ভেসে বেড়ায় ধূলো-বালি। এই কারনেই অতি সহজে ত্বক ফেটে যাওয়া থেকে শুরু করে ব়্যাশ এর মত সমস্যাও দেখা দেয়। শীতকালে ত্বকের জৌলুস বজায় রাখতে যত্ন নিন এখন থেকেই।
আরও পড়ুন- ঠোঁট ফাটার সমস্যা এড়াতে, মরশুম বদলের আগেই যত্ন নিন ঠোঁটের
এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন। তাই শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে মাথায় রাখুন এই বিষয়গুলি। আর ফিরে পান দিপ্তীময় ত্বক শীতকালেও। শীতকালে ত্বক খুব দ্রুত আদ্রতা হারিয়ে ফেলে। একইভাবে শীতকালে স্নানের সময় বেশিরভাগ সময়ে যেহেতু গরম জল ব্যবহার করা হয় তাই ত্বক আরও দ্রুত আদ্রতা হারিয়ে ফেলে।
আরও পড়ুন- বিয়ের আগে যৌন সম্পর্কে বিশ্বাসী নয় কত সংখ্যক মানুষ, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
এই কারনে শীতকালে স্নানের পরেই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ত্বকের আদ্রতা ও উজ্জ্বল্যতা বজায় রাখতে প্রতিদিন স্নানের পর অথবা রাতে শুতে যাওয়ার আগে ব্যবহার করুন অলিভ অয়েল।
শীতকালে অবশ্যই ব্যবহার করুন হাইড্রেটিং ক্রীম।
এটা অবশ্যই মনে রাখতে হবে গরম ও শীতকালের ত্বকের যত্ন এক রকম হয় না। ত্বকের যত্ন নিতে বদল আনতে হবে শীতকালের রুটিনে।
এই সময় বার বার মুখ ধোবেন না তাতে ত্বক আরও বেশি শুষ্ক লাগবে।
আর এই সময় অবশ্যই বেছে নিন থিক ময়েশ্চারাইজার। যা ত্বকে দীর্ঘ সময় অবধি বজায় থাকবে।
শীতকালে অনেকেই সানস্ক্রীন ব্যবহার করা বন্ধ করে দেন। এমনটা করলে ত্বকের ক্ষতি করবেন সবার আগে। শীতকালেও ব্যবহার করুন সানস্ক্রীন।