জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস সিজন ১৬ এর প্রিমিয়ার শুরু হয়েছে ১লা অক্টোবর থেকে। একে একে সামনে আসছে প্রতিযোগীদের নাম। এবার ইমলি ধারাবাহিকের মূল অভিনেত্রী সাম্বাল তৌকির খান ওরফে ইমলি প্রবেশ করছেন বিগ বসের ঘরে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইমলি নাকি প্রতিযোগিতায় সবথেকে বেশি অঙ্কের টাকা দাবি করেছেন। কিন্তু কত? তা জানতে চোখ রাখুন খবরে