১০ দিন ধরে টানা জ্বরে ভুগছিল বিমল সানি। নয়দিন আগে বিমলের কোভিড টেষ্ট করানো হয়। শ্বাসকষ্ট শুরু হলেও ফিরিয়ে দেয় আশাকর্মীরা। তাঁরা জানান,'উত্তর চব্বিশ পরগনায় বেড নেই'। এরপরেই বারাসত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। অ্যাম্বুল্যান্স না পেয়ে জ্বর নিয়ে রোদের মধ্যে হাঁটে সে। এরপর মাঝরাস্তায় পড়ে প্রাণ হারায় বিমল সানি।