• All
  • 2799 NEWS
  • 170 PHOTOS
  • 43 VIDEOS
3012 Stories by Ritam Talukder
01:25

১৫ অগাস্টের প্রাক্কালে রেড রোডের প্রস্তুতি তুঙ্গে, কড়া নজরদারি শহরে, দেখুন ভিডিও

Aug 13 2020, 04:58 PM IST


১৫ অগাস্টের প্রাক্কালে রেড রোডের প্রস্তুতি তুঙ্গে। রেড রোডে উপস্থিত থেকে স্বাধীনতা দিবস উদযাপনের সাক্ষী থাকা গর্বের বিষয়। প্রত্যেক বছর তাই রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। কিন্তু করোনা আবহে চলতি বছরে স্বাধীনতা দিবস রেড রোডে বসে দেখার সুযোগ থাকছে না। অনুষ্ঠানকে যতটা সম্ভব জমায়েত মুক্ত রাখা হচ্ছে। ১০০ থেকে ১২০ জন অতিথি উপস্থিত থাকবেন রেড রোডে। ইতিমধ্য়ে কড়া নজরদারি কলকাতা পুলিশের। করোনা বিধি মেনেই করা হচ্ছে যাবতীয় আয়োজন।  
 

Top Stories