• All
  • 21363 NEWS
  • 1781 PHOTOS
  • 4397 VIDEOS
27541 Stories by Web Desk - ANB

West Bengal Municipal Election Result 2022:ঘাসফুল-ঝড়ে উড়ে গেল বাম-বিজেপি, ১০২টি আসন জয় তৃণমূলের

Mar 02 2022, 06:07 AM IST

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর ২ মার্চ ভোটের গণনা। ইতিমধ্যেই ১০৮টি পুরসভার অধিকাংশতেই তাদের জয় নিশ্চিত বলে দাবি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিকে ভোটের দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই নিয়ে তারা রাজ্য নির্বাচন কমিশনেও অভিযোগ জমা করে। রাজ্য নির্বাচন কমিশন কোনও পুরসভার ভোট বাতিল করেনি। তবে, কয়েকটি পুরসভার কয়েকটি ওয়ার্ডে ১ মার্চ পুনভোটগ্রহণ করায়। এই যাত্রায় মোট ২০ জেলার ১০৮টি পুরসভায় নির্বাচন হয়েছে। ২০১৫ সালে এই পুরসভাগুলিতে শেষবার ভোট হয়েছিল। এরপর ২০২০ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হলেও ভোট করায়নি রাজ্য সরকার। পুর প্রশাসক বসিয়েই পুরসভাগুলোকে পরিচালনা করা হচ্ছিল। ২০২১-এর বিধানসভা ভোট মিটতেই পুরভোট নিয়ে বিতর্ক আদালতে গড়ায়। শেষমেশ রাজ্য সরকারও পুরসভার ভোট করাতে সম্মত হয়েছিল।