সংক্ষিপ্ত
- নীলরতনের বেড থেকে পড়ে মৃ্ত্যু ক্য়ানসার আক্রান্ত কিশোরীর
- ক্য়ানসার আক্রান্ত ওই সপ্তম শ্রেণির ছাত্রীর নাম ফাল্গুনী দেব নাথ
- মেয়েককে কোলে নিয়ে ৪ ঘন্টা বসে থাকেন মা, কিন্তু কেউ আসেনি
- বাবার অভিযোগ,'আমার মেয়েকে ওরা না চিকিৎসা দিয়েই মেরে ফেলল'
নীলরতন হাসপাতালের বেড থেকে পড়ে প্রাণ হারাল বছর তেরোর ক্য়ানসার আক্রান্ত কিশোরী। সোদপুরের ক্য়ানসার আক্রান্ত ওই সপ্তম শ্রেণির ছাত্রীর নাম ফাল্গুনী দেব নাথ। মেয়ের সঙ্গে মাও ছিলেন হাসপাতালে। ক্ষণিকের জন্য মা বাথরুমে যান, এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ফাল্গুনী মাটিতে পড়ে রয়েছে।
পরিবারের অভিযোগ, বাথরুম থেকে ফেরার পর মঙ্গলবার সাতসকালে রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখে সাহায্যের জন্য় চিৎকার করেন মা। রক্তাক্ত ফাল্গুনীকে কোলে নিয়ে টানা চার ঘন্টা বসে থাকেন মা। কিন্তু এনআরএসের কোনও নার্স বা চিকিৎসক এগিয়ে আসেনি বলে অভিযোগ। কিশোরীর মৃত্যুতে হাসপাতলের দিকে আঙুল তুলেছে পরিবার। কেন সেই সময় কোনও নার্স বা চিকিৎসক এগিয়ে এলেন না, কীকরেই বা ক্য়ানসার আক্রান্ত কিশোরী খাট থেকে পড়ে গেল, অথচ কর্তৃপক্ষের কেউ দেখল না এসব ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন, অশ্লীল ছবি-সহ মেসেজ গেল শিক্ষিকার ফোনে, ভিডিওকল ঢুকতেই অজ্ঞান পর্ণশ্রীর ছাত্র
কিশোরীর বাবার অভিযোগ,আমার মেয়েকে ওরা না চিকিৎসা দিয়েই মেরে ফেলল। মেয়ে পড়ে যাওয়ার পর আমি ছুটে যাই চিকিৎসকের কাছে। এদিকে ওনি রাউন্ডে আছি পরে আসছি বলে এলেন না । তিন ঘন্টা পড়ে থাকলেও কেউ আসেনি আমার মেয়েটাকে বাঁচাতে'। যদিও দায়িত্বে থাকা এনআরএসের ওই চিকিৎসক ইতিমধ্যেই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন, আজই বেরিয়ে পড়ুন, মন ভাল করে ফিরুন, রইল কলকাতার সেরা রেস্তোরার হদিশ
চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের
কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন
কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের
ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা