সংক্ষিপ্ত
- স্বাস্থ্য়কর্মীদের এক্সপেয়ারি ডেটের জুস দেওয়ার অভিযোগ
- কলকাতা পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
- 'তারিখ চলে যাওয়া জুস আমাদের বাচ্চারাও খেয়েছে'
- 'এটা নিয়ে খুব ভয়ে ভয়ে আছি' বললেন এক স্বাস্থ্য়কর্মী
শুভজিৎ পুততুন্ডঃ- রাজ্যে একেই করোনা পরিস্থিতি জন্য সবাই স্বাস্থ্য সচেতন। আতঙ্ক কাজ করছে অনেকের মনের মধ্যে। আর এমন স্পর্শকাতর সময়ে সবথেকে বড় অভিযোগ উঠল কলকাতা পুরসভার বিরুদ্ধে। এক্সপেয়ারি ডেটের জুস দেওয়া অভিযোগ জানালেন কলকাতা পুরসভার এক স্বাস্থ্য়কর্মী।
আরও দেখুন, কলকাতা বিমানবন্দরে তেজস্ক্রিয় পদার্থ সনাক্তকরণে বিশেষ মহড়া, বসল আরডিই, দেখুন সেই ছবি
কলকাতা পুরসভার এক স্বাস্থ্য়কর্মী জানিয়েছেন, আমি কলকাতা পুরসভায় কাজ করি। তাই অগাস্ট ২৭ তারিখ কলকাতা পুরসভা থেকে আমাদেরকে নামজাদা কোম্পানির এই হেলথ ড্রিঙ্ক দেওয়া হয়। অর্থাৎ গতকাল বৃহস্পতিবার। এই এই হেলথ ড্রিঙ্ক আমাদের কয়েকজন স্বাস্থ্য়কর্মীদের বাড়িতে বাচ্চাদের খাওয়ানো হয়েছে। কিন্তু তারপরে এটার ডেটটা দেখা হয় ২৯ জানুযারি ২০২০। এবং এক্সপেয়ারি ডেট বা তারিখটা হচ্ছে, তৈরির ৬ মাসের মধ্যে খেতে হবে। কিন্তু ৬ মাস পার করে এটা আমাদের দেওয়া হল।'
আরও পড়ুন, ডিভোর্সের মামলা না লড়ায় প্রতিশোধ, সোশ্যাল মিডিয়ায় আইনজীবীর মেয়ের আপত্তিকর ছবি পোস্ট
তিনি আরও জানান যে, এদিকে এটা আমাদের বাচ্চারাও খেয়েছে। এখন এটার কী নিশ্চয়তা রয়েছে যে এক্সপেয়ারি ডেটের হেলথ ড্রিঙ্ক খেয়ে আমাদের কিছু হবে না। তারিখ পার হওয়া হেলথ ড্রিঙ্ক আমাদের হাতে দেওয়া হয়েছে, এখন আমরা এটা নিয়ে খুব ভয়ে ভয়ে আছি। ' আতঙ্কে শিউরে উঠে জানালেন কলকাতা পুরসভার এক স্বাস্থ্য়কর্মী।
কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের
ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা