সংক্ষিপ্ত
- কয়েক বছর ধরেই বকেয়া, রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা
- কেন্দ্রীয় সরকারি হারে রাজ্য সরকারী কর্মীদের ডিএ দিতে হবে
- উল্লেখ্য, গত বছর ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার
- দাবি, ওই বৃদ্ধির জেরে বকেয়া ডিএ দাড়িয়েছে ২১ শতাংশে
কয়েক বছর ধরেই বকেয়া, রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা। এনিয়ে বারবার সরকারের কাছে আবেদন করে রাজ্য সরকারী কর্মীদের সংগঠন। গত বছর স্য়াট নির্দেশ দিয়েছিল ৩ মাসের মধ্য়ে বকেয়া টাকা মেটাতে হবে। পাশপাশি কেন্দ্রীয় সরকারি হারে রাজ্য সরকারী কর্মীদের ডিএ দিতে হবে। রাজ্য সরকারী কর্মীদের সংগঠনের দাবি, ওই বৃদ্ধির জেরে বকেয়া ডিএ দাড়িয়েছে ২১ শতাংশে। আর এবার ডিএ দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করে দিল স্য়াট অর্থাৎ রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল।
১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করে দিল স্য়াট।না মেটালে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৯ সালে ২৬ জুলাই স্য়াট নির্দেশ দিয়েছিল ৩ মাসের মধ্য়ে বকেয়া টাকা মেটাতে হবে। কিন্তু ওই রায়কে ,চ্য়ালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। আর নবান্নের আর্জি খারিজ হয়ে যায় স্যাটে। বহাল থাকে ২০১৯ সালের রায়।এরপর ২৩ সেপ্টেম্বর বুধবার স্য়াট নির্দেশ দেয় ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারী কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। উল্লেখ্য, গত বছর ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন, অশ্লীল ছবি-সহ মেসেজ গেল শিক্ষিকার ফোনে, ভিডিওকল ঢুকতেই অজ্ঞান পর্ণশ্রীর ছাত্র
রাজ্য সরকারী কর্মীদের সংগঠনের দাবি, ওই বৃদ্ধির জেরে বকেয়া ডিএ দাড়িয়েছে ২১ শতাংশে। সবমিলিয়ে করোনা আবহে মহার্ঘ ভাতা অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। এবার কীহবে সেটা বুঝেই পরবর্তী ধাপ এগোবে স্য়াট অর্থাৎ রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল।
আরও পড়ুন, আজই বেরিয়ে পড়ুন, মন ভাল করে ফিরুন, রইল কলকাতার সেরা রেস্তোরার হদিশ
চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের
কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন
কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের
ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী
ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা