সারা বিশ্বে জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব। কার্তিক মাসের শুক্লা পক্ষে, নবরাত্রি উৎসব অথবা বাঙালিদের দুর্গোৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, মধ্য-অক্টোবর থেকে মধ্য-নভেম্বরের মধ্যে দীপাবলি অনুষ্ঠিত হয়। সারা দেশ জুড়ে বিভিন্ন মন্দিরে-মঠে মা পূজিত হন। একসইসঙ্গে সেজে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠের মত দেবী মন্দিরগুলিও। দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয় কালীপুজোর প্রস্তুতি।