ট্রেকিং করার মজা পেতে হলে যেতে হবে টেনডং পাহাড়ের জঙ্গলে সিকিমে যাওয়া মানেই নতুন নতুন পথ খুঁজে পাওয়া নিরিবিলি জঙ্গলে গা ছমছমে পথে ট্রেক করার অভিজ্ঞতা অন্যরকম রাভাংলার অনতিদূরে এই অল্প পরিচিত ট্রেক পথ ঘিরে আছে নানা গাছ গাছালি ও বরফে ঢাকা পাহাড়চূড়া
প্রকৃতিপ্রেমী বাঙালি পর্যটক অজানাকে জানতে চায় মহারাষ্ট্র মানেই ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন মহারাষ্ট্র চিরকালই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান সংস্কৃতি, মানুষ ও সেখানকার বিশেষ খাবারদাবার পরখ করার অর্থই ভ্রমণ