করোনা মহামারী সারা দুনিয়াকে ছেয়ে ফেলেছে। দাবানলের মতো পৃথিবীর ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। পৃথিবীরএক কোটি ৩২ লক্ষেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। এখনও পর্যন্ত ৫ লক্ষ ৭৬ হাজারেরও অধিক মৃত্যু হয়েছে। যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে করোনা আজকাল মৃত্যুর এক হোলি খেলায় মেতে উঠেছে। এর শেষ কোথায় গিয়ে ঠেকবে তা সঠিক করে কোন বিশেষজ্ঞই বলতে পারছেন না। এই অবস্থায় ৬ রকমের করোনাভাইরাসের অস্তিত্বের সন্ধান দিলেন ব্রিটিশ বিজ্ঞানীরা। লন্ডনে কিংস কলেজের বিজ্ঞানীরা বলছেন, তারা ছয় ধরনের কোভিড-১৯ রোগের সন্ধান পেয়েছেন। ভিন্ন ভিন্ন উপসর্গ দিয়ে তারা এগুলোকে আলাদা করেছেন।