ভারতবর্ষের পুরাতনকালে সম্পর্ক কতটা সহজ ছিল, এই নিয়ে অনেক প্রামাণ্য রয়েছে। যার ভিত্তি হল বিভিন্ন পুরাণ কাহিনি, ঋগবেদ এবং মহাভারত। যেখানে বিভিন্ন ঘটনা পরম্পরায় এমন কিছু সম্পর্কের কাহিনি সামনে এসেছে যেখান থেকে একটা ছবি স্পষ্ট হয় যে নারী-পুরুষ এই সম্পর্কের বাইরে কোনও সম্পর্কের প্রতিষ্ঠা সেভাবে ছিল না। এই সময়কালকে কেউ বৈদিক যুগের বলে দাবি করেন, কেউ বলেন তারও আগে এবং মহাভারতের সমসাময়িক। এই সব পুরাণ কাহিনিতে বিবৃত করা হয়েছে যে এক নারী একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে আবদ্ধ হতে পারত। এমনকী পুরুষরা একইরকমভাবে একাধিনক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করত। বিবাহের বিষয়টিও সেভাবে মূল্য পেত না এখানে। বলতে গেলে 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এর কনসেপ্ট। এমনই কিছু কাহিনি এখানে তুলে ধরা হয়েছে।