রোজ বিকেল হলেই পেটে গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে? মেনে চলুন এই টিপস, মিলবে উপকারপ্রতিদিন বিকেলে গ্যাসের সমস্যায় ভোগেন? অ্যান্টাসিডের পরিবর্তে মেনে চলুন এই ঘরোয়া টোটকা। গরম জল, পেটের ম্যাসাজ, হাঁটা, লেবুর জল, কলা, ডাবের জল, স্যালাড, জিরের জল, বাটার মিল্ক, পিপারমেন্ট ও আদা চা খেলে উপকার পাবেন।