বহু মায়েরাই আছেন যারা আত্মীয়, বন্ধুদের সঙ্গে তুলনা করে বাচ্চার। তার ব্যর্থতার কথা সকলকে জানায়। সুযোগ পেলেই বন্ধুদের (Friends) সামনে বাচ্চাকে লজ্জায় ফেলছেন, আপনার এই আচরণে মানসিক রোগে (Mental Problems) আক্রান্ত হতে পারে সে। জেনে নিন ঠিক কী কী কারণে আপনার তুলনা করার স্বভাবের বদল করবেন।