সংক্ষিপ্ত
- শ্রমিক স্পেশাল ট্রেনে ধরা পড়ল বিপুল সোনা ও টাকা
- গোপন সূত্রে খবর মেলে, এক ব্যক্তি বিপুল সোনা নিয়ে সফর করছে
- খড়গপুর আসতেই শ্রমিক স্পেশাল ট্রেনে তাকে ধরে ফেলে রেল পুলিশ
- উদ্ধার হয় প্রায় এক কিলো সোনা ও নগদ ১১ লাখ টাকা
শাহাজাহান আলি- পশ্চিম মেদিনীপুর:- শ্রমিক স্পেশাল ট্রেনে ধরা পড়ল বিপুল সোনা ও টাকা । দিল্লি ভুবনেশ্বর রাজধানী শ্রমিক স্পেশাল এক্সপ্রেস এর কামরায় এক ব্যক্তির কাছে প্রায় এক কিলো সোনা ও নগদ ১১ লাখ টাকা ক্যাশ উদ্ধার করল রেলের সুরক্ষা বাহিনীর জওয়ানরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে।
আরও পড়ুন, বনবিবির পূজো দিয়ে শুরু, বাংলার টাটকা ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা
গোপন সূত্রে পুলিশ জানতে পারে ঐ ট্রেনে এক ব্যক্তি তার পরিবারের সাথে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা সহ সফর করছে। শুক্রবার রাতে ঐ ট্রেন খড়গপুরের হিজলী স্টেশনে এলে ঐ ব্যক্তির থেকে টাকা ও গহনা সোনা উদ্ধার করে পুলিশ। জানা যায় ঘাটালের বাসিন্দা ওই ব্যক্তি তার পরিবারের সঙ্গে ওই ট্রেনে দিল্লি থেকে ফিরছিল। তবে এত নগদ টাকা ও প্রায় এক কিলো সোনা কোথা থেকে নিয়ে আসছিল তার কোনো বৈধ কাগজ না দেখাতে পারলে তাকে ও তার পরিবারকে খড়্গপুরের হিজলি স্টেশনের রেল সুরক্ষা বাহিনীর জওয়ানরা আটক করে।ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন রেলওয়ে সুরক্ষা বাহিনী জওয়ানরা।
আরও পড়ুন, করোনা যুদ্ধে জয়ী মন্ত্রী সুজিত বসু, পুষ্পবৃষ্টি- শঙ্খ বাজিয়ে অভিনন্দন জানাল অনুগামীরা
লকডাউনের জেরে যেখানে কোমর ভেঙ্গে গেছে প্রায় সব শ্রেণীর মানুষের সেখানে এই ব্যক্তির কাছে কি করে এলো এত টাকা ও সোনা। ঐ টাকা ও সোনার বৈধ কাগজ দেখাতে না পারায় ঐ ব্যক্তিকে আটক করেছে রেল পুলিশ।খবর দেওয়া হয়েছে আয়কর দফতরকেও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে।
করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি