Bharatiya Janata Party Videos -

145 Stories
03:40

Car accident‐ দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর, একটুর জন্য রক্ষা পেলেন স্বামী ও কন্যা

Oct 28 2021, 12:05 PM IST
দিঘা (Digha) থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস দাস (Tista Biswas Das)। কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর (BJP councillor) ছিলেন তিনি। জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকায় ঘটে এই ঘটনা। নিমতৌড়ির কাছে পিছন থেকে একটি ট্যাঙ্কার ধাক্কা মারে তাঁদের গাড়িতে। পিছনের আসনেই ছিলেন তিস্তা, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় তাঁদের গাড়ি। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার একটি কলেজ থেকে ফেরার পথে ঘটে এই ঘটনা। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও কন্যা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে উদ্ধার করেন তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিস্তার। ঘটনায় গুরুতর আহত তিস্তা বিশ্বাসের স্বামী ও কন্যা। তমলুক জেলা হসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় তিস্তার স্বামী ও কন্যাকে। পরে তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
01:35

Suvendu Adhikari‐ 'তদন্তের দরকার নেই, তিস্তার মৃত্যু দুর্ঘটনা', বললেন শুভেন্দু

Oct 28 2021, 09:51 PM IST
দিঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস দাস। কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ছিলেন তিনি। জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকায় ঘটে এই ঘটনা। তাঁর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মৃত্যুর তদন্তের দাবিও জানিয়েছে বিজেপি। এই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তমলুকের একটি অনুষ্ঠানে যান শুভেন্দু। সেখানে গিয়েই এই বিষয় নিয়ে একাধিক কথা বলেন তিনি। নিমতৌড়ির ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারি বলেন, এটা কমপ্লিট অ্যাক্সিডেন্ট। এই ঘটনার তদন্তের দরকার নেই বলেই তিনি জানান। সেই সঙ্গেই তিনি বলেন, 'তবে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়েছে এটা ঠিক নয়।' সিভিক ভলেন্টিয়ারদের উপযুক্ত ট্রেনিং দিয়ে কাজে লাগানোর কথা এদিন বলেন তিনি। পাশাপাশি তিস্তা বিশ্বাসের অকাল প্রয়াণে তিনি শোকাহত সেই কথাও জানান।