IPL 2022 Final Highlights- রাজস্থানকে হারিয়ে কোন পথে চ্যাম্পিয়ন হল গুজরাট, জানুন ম্যাচের সব আপডেট

May 29 2022, 07:17 PM IST

অবশেষে দীর্ঘ ২ মাসেরও বেশি সময়ের  ২২ গজের লড়াইয়ের অবসান হতে চলেছে।  ৭৩ টি ম্য়াচের পর আইপিএল ২০২২-এর মেগা ফাইনালে পৌছেছে দুই দল দল গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল ঘিরে চড়ছে পারদ। ঘরের মাঠে প্রথমবার আইপএল খেলেই গুজরাট ফাইনালে ওঠায় স্থানীয় ক্রিকেট প্রেমিদের বাধ ভাঙা উচ্ছ্বাস। গ্রুপ পর্বে লিগ টেবিলেও এক ও দুই নম্বর জায়গায় শেষ করেছিল গুজরাট ও রাজস্থান। মেগা ফাইনালে হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসনের দলের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা। প্লে অফের প্রথম ম্যাচে রাজস্থানকে হারিয়েই ফাইনালে পৌছেছিল হার্দিকরা। অপরদিকে আরসিবিকে দ্বিতীয় এলিমিনেটরে হারিয়ে ফাইনালের টিকিট  পাকা করেছে রয়্যালসরা। সব মিলিয়ে  ফাইনালের মহারণে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।