দিদি কাজে বেরোলেই অন্য মেয়েকে নিয়ে দরজায় খিল দিত সাগ্নিক, গোপন তথ্য ফাঁস পরিচারিকার

May 18 2022, 09:40 PM IST

একাধিক সম্পর্কের অভিযোগের পাশাপাশি খুনের অভিযোগেও জড়িয়ে গেছেন সাগ্নিক। এবার তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরিচারিকা সেলিমা সর্দার। গড়ফা থানায় হাজিরা দিয়ে সেলিমা সর্দার জানিয়েছেন, পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে সাগ্নিকের সঙ্গে ছিল ঐন্দ্রিলা। এবং সেলিমা এদিন ছবি দেখেও শনাক্ত করেছে ঐন্দ্রিলা।  ইদের ছুটির পর ফ্ল্যাটে গিয়ে দেখেছিলাম ঐন্দ্রিলা, অন্য একটি মেয়ে,  এবং সাগ্নিক ছিল।  তারপর বউদি মাছ আনতে বলে কাজে বেরিয়ে যায়। মেয়েটি সারাদিন ছিল। মাছ রান্না করল। বিকেলে আমাকে চা-ও করতে বলেছিল। দাদার সঙ্গে চা খাচ্ছিল। তারপর ছাদ থেকে জামাকাপড় এনে দেখলাম ওরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে রয়েছে।  তবে ঘরের মধ্যে কী করছিল তা জানি না। বউদির বান্ধবীদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিল দাদা, যা মোটেই ভাল লাগত না।