জঙ্গল থেকে বিয়েবাড়ি, আশ্রয়ের সন্ধানে ইউক্রেনের ভারতীয় যুগল, কাহিনি শুনলে শিউরে উঠবেন

রাশিয়া -ইউক্রেন সামরিক অভিযান নিয়ে ভয়াবহ পরিস্থিত তৈরি হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ হওয়ার রুশ আক্রমণের বলি হয়েছেন অন্তত ২ হাজার মানুষ (Russia- Ukraine War)। এছাড়াও অন্তত ৯ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র ছেড়ে পাড়ি দিয়েছেন। দিন কয়েকের মধ্যে ভয়াবহ পরিস্থিতিতে দেশ যেন আগুন জ্বলছে। এহেন পরিস্থিতিতে নার্সারি স্কুল থেকে হাসপাতাল, বাড়ি, অফিস , রাশিয়ার ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পাচ্ছে না ইউক্রেনের কোনও অট্টালিকাই। এই অরাজকতা পরিস্থিতিতে কখনও রুশ বাহিনীর হামলা এড়াতে লুকোত হয়েছে জঙ্গলে, আবার কখনও বিয়েবাড়িতে অনাহুত অতিথিদের মধ্যে ঢুকে পড়তে হয়েছে আশ্রয়ের সন্ধানে। ইউক্রেনের ২ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া হর্ষ পানওয়ার ও তার বান্দবী রেবা শ্রীবাস্তবের কাহিনি শুনলে গায়ের লোম খাড়া হবে।