জমে উঠবে শীতের সন্ধার আড্ডা, সঙ্গে রাখুন পুষ্টিগুণে ঠাসা মুখরোচক রাজমা কবাব

  • পুষ্টিগুণে সমৃদ্ধ রাজমা, একথা সকলের জানা
  • রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে
  • শরীরে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ উপকারী রাজমা
  • পুষ্টিগুণে সমৃদ্ধ রাজমা-র সুস্বাদু এক রেসিপি রাজমা কবাব

রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে, যা শরীরে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ উপকারী।   এছাড়া রয়েছে আয়রন, যা রক্তে লোহিতকণিকার পরিমাণ ঠিকঠাক রাখে এবং পাশাপাশি শরীরকে প্রচুর এনার্জি সরবরাহ করে। পুষ্টিগুণে সমৃদ্ধ রাজমা-র রেসিপির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় রাজমা চাউল। আর রাজমার নতুন এক রেসিপি জানার আগে জেনে নিন, কেন খাবেন রাজমা। রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি১ বা থায়ামিন। এই ভিটামিনটি স্মৃতিশক্তি ভাল রাখতে সাহায্য করে। তবে চলুন জেনে নেওয়া যাক পুষ্টিগুণ সমৃদ্ধ রাজমা-র সুস্বাদু এক রেসিপি রাজমা কবাব।

রাজমা কবাব বানাতে লাগবে-

Latest Videos

আরও পড়ুন- উৎসবের মরসুমে জমে উঠুক ঘরোয়া আড্ডা, রইল ডবল এগ চিকেন রোল এর সহজ রেসিপি

৩০০ গ্রাম রাজমা
১ টা বড় আলু টুকরো করা
১ টা টমেটো কুঁচি
১ কাপ নারকেল কোড়ানো
১ চা চামচ গোল মরিচের গুঁড়ো
হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
১ টেবল চামচ আদা ও রসুনের পেস্ট
১ টেবল চামচ পেঁয়াজের পেস্ট
স্বাদ মত লবন
প্রয়োজন মত ভেজিটেবল অয়েল

যে ভাবে বানাবেন-

আরও পড়ুন- শীতকালীন ডিনার জমে উঠুক সুস্বাদু পুষ্টিকর এই পদে, দেখে নিন শাহী শাহী পালং পনির এর সহজ রেসিপি

১) আগের দিন রাতে রাজমা ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। 
২) ননস্টিক প্যানে তেল গরম করে আলু ভেজে তুলে রাখুন। 
৩) একই তেলে তাঁতে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিন।  
৪) এবারে এতে টমেটো কুঁচি দিয়ে কষিয়ে নিন। 
৫) টমেটো সেদ্ধ হয়ে গেলে এতে একে একে এতে লাল লঙ্কার গুঁড়ো, গোল মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও লবন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 
৬) মশলা ভালো করে কষানো হয়ে গেলে এতে নারকেল কোড়া দিয়ে দিন। 
৭) এরপর এতে সেদ্ধ করে রাখা রাজমা এবং ভেজে রাখা আলু দিয়ে রান্না করুন। 
৮) ভালো করে মাখা মাখা হয়ে এলে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নিন। এর পর ছোট ছোট কবারের আকারে তৈরি করে নিন। 
৯) ননস্টিক প্যানে তেল গরম করে ভালো করে দুপিঠ ভেজে নামিয়ে নিন। 
১০) পুদিনার চাটনি, সস বা কাসুন্দি-এর সঙ্গে পরিবেশন করুন গরম গরম রাজমা কাবাব।

Share this article
click me!

Latest Videos

Firhad Siddiqullah-র মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
বরের সঙ্গে স্কাই ডাইভিং Sonakshi Sinha-র! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
এ কী ভয়ানক দৃশ্য! ঘর ভেঙে ঢুকে গেল আস্ত গাড়ি, আতঙ্কে South 24 Parganas-এর Basanti | South 24 Pargana
নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : PM Modi
Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla