বিকেলে মধ্য়েই ফের ধেয়ে আসছে ঝড়, ঝাপিয়ে নামবে বৃষ্টি কলকাতা সহ রাজ্য়ে

 

  • ফের ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 
  • ঘন্টায়  ৪০-৫০ কিমি বেগে ঝড় আসছে 
  •  সোমবার বৃষ্টি পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে 
  •  সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস 


দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দুই তিন ঘন্টার ভিতরেই ঝড় ও বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা,  হুগলী, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, মন্দির খোলার নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী, এখনও বন্ধ কালীঘাট

Latest Videos


কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলায় বর্ষা আসবে ১১ জুন নাগাদ। সাধারণত ১৫ জুন বাংলায় বর্ষা আসে। কিন্তু সাগরের হাওয়ার ধাক্কা এবং অপরদিকে আমফান এগিয়ে আনছে বাংলায় বর্ষা আগমনের সময়কে।  কলকাতায়  আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৩ শতাংশ।  

আরও পড়ুন, পুরোনো ছন্দে ফিরছে শহর, জানুন সোমবার থেকে চালু কী কী পরিষেবা

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের  জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।  ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের রয়েছে একটি ঘূর্ণাবর্ত এছাড়াও দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উল্লেখ্য়, রবিবার  মাঝরাতে ফের শুরু হয় ঝড়-বৃষ্টি। সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকার পর  রাত বাড়তেই বৃষ্টি নামে।  এদিকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে এই ঝড়-বৃষ্টি শুরু হয়। 

 

 

আরও পড়ুন, কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়াল ৫০০০, একদিনে আক্রান্ত ৩১৭ 

 করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

Share this article
click me!

Latest Videos

‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News