আমেরিকার এই ঘোষণার কারণে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। কিন্তু মার্কিন কংগ্রেসের দ্বিতীয় চাপের প্রতিক্রিয়া হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন জো বাইডেন।
রাশিয়াকে (Russia) আরও বেশি কোনঠাসা করতে বড় পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এভাবেই পদক্ষেপ করলেন তিনি। আমেরিকার এই সিদ্ধান্ত রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকেই সমস্যা ফেলবে বলেও মনে করছে বিশেষজ্ঞরা। কারণ আমেরিকার এই পদক্ষেপে রাশিয়ার বিরুদ্ধে জারি করা অর্থনৈতিক অবরোধ আরও কঠোর হবে।
আমেরিকার এই ঘোষণার কারণে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। কিন্তু মার্কিন কংগ্রেসের দ্বিতীয় চাপের প্রতিক্রিয়া হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন জো বাইডেন।
মার্কিন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী রাশিয়া থেকে তেল আমদামির পাশাপিশি তরলীকৃত গ্যাস আমদানির ওপরেও নিষেধাজ্ঞা চাপান হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ওয়াশিংটনের ইউরোপীয় মিত্র দেশগুলি এখনও আমেরিকার থেকে রাশিয়ার ওপরই তেল ও প্রাকৃতিক গ্যাসের জন্য নির্ভরশীল। তাই তারা এখনই রাশিয়ার বিরুদ্ধে এজাতীয় কঠোর পদক্ষেপ নাও নিতে পারে। সূত্রের খবর মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল ও পেট্রোলিয়াম পণ্যের মাত্র ১০ শতাংশ আমদানি করে। যার অর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতি এইটুকু ক্ষতি স্বীকার করে নিতে পারবে।
যদিও এখনও পর্যন্ত তেলের দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাসেরও দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে মার্কিন নাগরিকদের মধ্যে। এই অবস্থায় বাইডেনের পাশে দাঁড়িয়ে ডেমোক্র্যাটিক হাউসের স্পিকার ন্যান্স পেলোসি বলেন, বিশ্ব অর্থনীতিতে রাশিয়াকে আরও বিচ্ছিন করতে হবে। তেলের ওপর যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তেমনই অন্যান্য রাশিয়ার পণ্য়ের ওপর শুল্ক বাড়ান হবে। তিনি আরও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদাই গণতান্ত্রিক মূল্যবোধের ওপরই আস্থা রেখেছে। সেই পথে হেঁটে সবসময়ই যে মার্কিন অর্থনৈতিক স্বার্থ দেখা যাবে এমনটা নয়। আমেরিকার এই পদক্ষেপে মার্কিন অর্থনীতিও কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।
অন্যদিকে এদিনই মার্কিন সেনেটর (US Senator)। বৈদেশিক সম্পর্ক কমিটির মুলতুবি মনোনয়নের শুনানির সময় মার্কিন সেনেটর টেড ক্রুজকে প্রশ্ন করা হয়েছিল, এমন খবর রয়েছে যে বাইডেন প্রশাসন বিশ্বের বৃহতত্তম গণতন্ত্র ভারতের বিরুদ্ধে CAATSA নিষেধাজ্ঞা জারি করতে পারে। তারই উত্তরে টেড ক্রুজ বলেন এজাতীয় কোনও নিষেধাজ্ঞা যদি ভারতের ওপর আরোপ করা হয় তাহলে তা হবে , 'অসাধারণভাবে বোকামি'। তিনি ভারত মার্কিন সম্পর্কের উন্নয়নের দিকে জোর দিয়েছেন।
বিচ্ছেদের গুজব উড়িয়ে এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায় - প্রশান্ত কিশোর, ছিলেন অভিষেকও
ভোটের ফল প্রকাশের আগেই সংখ্যার খেলা শুরু , গোয়ায় হিসেব কষছে যুযুধান কংগ্রেস-বিজেপি
'বারাণসীতে ইভিএম লুঠ', ফল প্রকাশের মাত্র ২ দিন আগে বিস্ফোরক অখিলেশ যাদব